Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিবকে আইনি নোটিশ রহমত উল্ল্যাহর, তিন দিনের আল্টিমেটাম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ মার্চ ২০২৩ ১৭:৩৮ | আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৭:৫৬

ঢাকা: ‘অপারেশন অগ্নিপথ’ প্রযোজক রহমত উল্ল্যাহর সঙ্গে শাকিব খানের ঝামেলা সহসায় মিটছে না। তিনি এবার শাকিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন। দিয়েছেন তিন দিনের সময়, না হলে করবেন মামলা।

বিষয়টি নিশ্চিত করেছেন রহমত উল্ল্যাহ। তার পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবি ড. মো. তবারক হোসেন ভুঁইয়া। রহমত উল্ল্যাহ তার লিখিত বক্তব্যে বলেন, যেহেতু বিষয়টি আইনি পর্যায়ে গড়িয়েছে আমি এখন থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দিবো না। যা বলার আমার আইনজীবী বলবেন।

বিজ্ঞাপন

আইনি নোটিশে শাকিব খানকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘সময় টিভি, এনটিভি ও প্রথম আলোসহ দেশের বিভিন্ন টিভি চ্যানলে ও সংবাদমাধ্যম থেকে আমাদের ক্লায়েন্ট (রহমত উল্ল্যাহ) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, আপনি তাকে নিয়ে একের পর এক মিথ্যা, মানহানিকর ও আক্রমণাত্মক বক্তব্য ও মন্তব্য করেছেন।’

‘সময় টিভিতে ১৯ মার্চ প্রকাশিত খবর থেকে আমরা জানতে পেরেছি, আপনি ডিবি অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করেছেন— রহমত উল্ল্যাহর মত একজন ভুয়া, প্রযোজক নামধারী, বাটপার, প্রতারক সবার সাথে প্রতারণা করেছে।… এবং এফডিসিতে গিয়ে শিল্পী সমিতি, পরিচালক সমিতি এবং প্রযোজক সমিতির কাছে ভুয়া সেজে বিচার চেয়েছে— বক্তব্য দ্বারা আমার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাছাড়া একই তারিখে প্রথম আলোতে প্রকাশিত সংবাদ থেকে জানতে পেরেছি আপনি ডিবি অফিসে বলেছেন, রহমত উল্ল্যাহ প্রযোজক না হয়েও আজেবাজে ও মিথ্যা বলেছেন এবং প্রপাগান্ডা ছড়িয়েছেন— যেটা সম্পূর্ণ মিথ্যে।’

শাকিব খানের এসব বক্তব্যে ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল গণমাধ্যমে প্রকাশের কারণে রহমত উল্ল্যাহ নাম, যশ ও খ্যাতির হানি হয়েছে বলে নোটিশে বলা হয়। যার কারণে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৫ ও ২৯ এবং পেনাল কোড, ১৮৬০-এর ৪৯৯ ও ৫০০ ধারা অনুযায়ী রহমত উল্ল্যাহ মামলা করবেন বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

ড. মো. তবারক হোসেন ভুঁইয়া এর সহকারী তামান্না সারাবাংলাকে বলেন, গতকাল (২১ মার্চ) রাত ৮টা ১৫/২০ এর দিকে শাকিবের গুলশানের বাসায় নোটিশটি গ্রহণ করা হয়েছে। আমরা তাকে তিনদিন সময় দিয়েছি। এর মধ্যে তিনি বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এজেডএস

অপারেশন অগ্নিপথ আইনি নোটিশ টপ নিউজ রহমত উল্ল্যাহ শাকিব খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর