Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকবাল খন্দকারের ‘গান আলাপন’-এ পূজা-সজীব

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২০ মার্চ ২০২৩ ১৫:২৭ | আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৫:৩২

স্বাধীনতার মাস মার্চে ভিন্ন আবহে সাজানো হয়েছে বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানের এই পর্বে অতিথি হয়ে এসেছেন পূজা ও স্বপ্নীল সজীব। তারা কথা বলেছেন নিজেদের গাওয়া কিছু দেথাত্মবোধক গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। বিশেষ করে তারা প্রকাশ করেছেন গানগুলো তৈরি ও ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার। লুৎফর রহমান রবিনের প্রযোজনায় ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে ২১ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টা ২৫ মিনিটে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘দেশাত্মবোধক গানের পাশাপাশি এখন গুরুত্ব দেওয়া হচ্ছে ভিডিওকে। সেইসব ভিডিও নিয়েই নির্মিত হয়েছে আমাদের এবারের পর্ব। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ আর প্রযোজক লুৎফর রহমান রবিন বলেন, ‘বিটিভিতে সংগীতবিষয়ক নানারকম অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। তবে মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান এর আগে কখনোই হয়নি। তাই ইতোমধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। আশা করছি দেশাত্মবোধক গানের ভিডিও নিয়ে নির্মিত এই পর্বটিও তারা দারুণভাবে উপভোগ করবেন।

সারাবাংলা/এসবিডিই

ইকবাল খন্দকারের ‘গান আলাপন’ এ পূজা-সজীব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর