ডিবিতে শাকিব খান
১৯ মার্চ ২০২৩ ১৬:১৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৬:১৮
ঢাকা: ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে রহমত উল্ল্যাহ নামের এক প্রযোজক ৫টি লিখিত অভিযোগ জমা দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতিতে। সে অভিযোগ মিথ্যে, বানোয়াট দাবি করে শনিবার (১৮ মার্চ) রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। সেখানে তার মামলা নেয়নি পুলিশ। এবার এ রহমত উল্ল্যাহর বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশের ডিবির প্রধান কার্যালয়ে গিয়েছেন শাকিব।
রোববার (১৯ মার্চ) দুপুরের দিকে তিনি সেখানে যান। তার সঙ্গে আছেন তার আইনজীবী খায়রুল হাসান। তাদের সঙ্গে কথা বলছেন ডিবির উর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলাটি সোমবার (২০ মার্চ) ঢাকা জজ কোর্টে করবেন শাকিব।
এর আগে শনিবার রাতে সাংবাদিকদের রহমত উল্ল্যাহর করা বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন শাকিব। অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল শাকিবের বিরুদ্ধে এবং সে মামলায় তাকে গ্রেফতারও করা হয়েছিল—এমনটাই শিল্পী সমিতিতে দেওয়া অভিযোগে বলেছিলেন রহমত উল্ল্যাহ। এর জবাব শাকিব বলেন, ‘ওখানে মামলা হলে তো আমি দেশে আসলাম কীভাবে? আমি তো আর পালিয়ে আসি নাই।’
তবে শাকিবের সঙ্গে উপস্থিত আইনজীবী খায়রুল বলেন, ‘অস্ট্রেলিয়ায় যে মামলার কথা বলা হচ্ছে সেটা কিন্তু সেখানকার পুলিশ তদন্ত করেছে। তারা কিন্তু শাকিবকে নির্দোষ বলেছে এবং বলেছে, মিস্টার খান ইটস অ্যা হানি ট্র্যাপ। বি অ্যাওয়ার ইউরসেলফ ফ্রম দেম।’
খায়রুল বলেন, ‘আমরা আগামীকাল (রোববার) বা দু-তিন দিনের মধ্যে পেন্যাল কোডের ৩৮৫ ধারায় রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করব।’
শাকিব বলেন, ‘সে তো (রহমত উল্ল্যাহ) এ সিনেমার প্রযোজক না। সে কিভাবে অভিযোগ করে প্রযোজক হিসেবে—এত বড় সাহস কীভাবে তার হলো? এ সিনেমার প্রযোজক হচ্ছেন ভার্টেক্স মিডিয়ার জানে আলম। তারা (রহমত উল্ল্যাহ ও অন্যান্যরা) মূলত অস্ট্রেলিয়া অংশের শুটিং সমন্বয়কারী। আপনারা প্রযোজক সমিতিতে খোঁজ নিলেই জানবেন এ সিনেমার মূল প্রযোজক কে।’
জানে আলমের সঙ্গেও শাকিবের এ নিয়ে কথা হয়েছে বলেও দাবি করেন। তিনি বলেন, ‘প্রযোজকের সঙ্গে যখন কথা হয়েছে তখন তিনি বলেছেন,ক সে কে? তার কোনো এখতিয়ার নেই প্রযোজক হিসেবে দাবি করে আমার সিনেমার কাঁধে বন্দুক রেখে আপনার কাছ থেকে টাকা দাবি করার।’
সারাবাংলা/এজেডএস