১১ দিনে বিলিয়নের ঘরে অ্যাভেঞ্জার্স
৬ মে ২০১৮ ১৫:০১ | আপডেট: ৬ মে ২০১৮ ১৬:৪৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ডিজনি দেখিয়ে দিল এবছর, দেখিয়ে দিল সবাইকে। মারভেল স্টুডিওর সিনেমা অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার সিনেমাকে নিয়ে গেল বিলিয়নের ঘরে। ইনকামে বিলিয়নের ঘরে সবচেয়ে দ্রুত পৌঁছানোর রেকর্ড করলো ছবিটি। মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি তুলে ফেলেছে এক বিলিয়ন ডলার।
ফোর্বসের হিসাব অনুযায়ী শনিবার (৫ মে) পর্যন্ত অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার সিনেমার বিশ্বব্যাপী আয় ১ বিলিয়ন। যেখানে যুক্তরাজ্যের বাজারে ছবিটি ইনকাম করেছে চারশো মিলিয়ন ডলারেরও বেশি।
অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার ৩৪তম সিনেমা যা বক্স অফিসের এই মাইলস্টোন স্পর্শ করলো। ডিজনি পরিবেশিত এটি ১৭তম এবং মারভেল স্টুডিওর ষষ্ঠ।
এর আগে সবচেয়ে দ্রুত বিলিয়ন ইনকাম করার রেকর্ড ছিল ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যায়োকেন্স’ সিনেমার দখলে। ১২ দিনে ছবিটির ইনকাম চলে আসে বিলিয়নের ঘরে।
সারাবাংলা/পিএ