Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো নতুন ওটিটি ‘আই স্ক্রিন’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ মার্চ ২০২৩ ১৭:৩৪

বিশ্বায়নের এই যুগে, একবিংশ শতাব্দির ডিজিটাল সময়ে সব বয়সীদের সব ধরনের বিনোদনের জন্য উন্মুক্ত হয়েছে বাংলাদেশের ওটিটি ‘আই স্ক্রিন’। বৃহস্পতিবার (১৬ মার্চ) হোটেল শেরাটনে তারকাদের উপস্থিতিতে এক জমকালো উৎসবমুখর আয়োজনে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই এর এ ওটিটি প্ল্যাটফর্মটি।

এই প্ল্যাটফর্মে দর্শকরা ফ্রি এবং প্রিমিয়াম সাবস্ক্রাইবার এই ২ উপায়ে কন্টেন্ট উপভোগ করতে পারবেন। ‘আই স্ক্রিন’ এ থাকবে নতুন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ, ডাবিং কন্টেন্ট, শর্ট ফিল্ম, জনপ্রিয় সব অনুষ্ঠানসহ বিনোদনের সবকিছু। সর্বনিম্ন ২৫ টাকায় ১ মাসের জন্য, ১২৫ টাকায় ৬ মাসের জন্য এবং ২২৫ টাকায় ১ বছরের জন্য দর্শকরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন করতে পারবেন। যে কোন ধরনের মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ভিসা এবং মাস্টার কার্ডের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করা যাবে। স্বল্প ইন্টারনেট খরচে বা সীমিত এমবি (মেগাবাইট) ব্যয়ে অত্যন্ত দ্রুত এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শকরা ‘আই স্ক্রিন’ এর সকল কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

দর্শকরা গুগল প্লেস্টোর এবং আ্যপল স্টোর থেকে ‘আই স্ক্রিন’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড টিভির দর্শকদের জন্য আইস্ক্রিন উন্মুক্ত।

সারাবাংলা/এজেডএস

আই স্ক্রিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর