Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চঞ্চলের সঙ্গে প্রথমবার ওয়েব সিরিজে মাহি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ মার্চ ২০২৩ ১৬:০৩

অভিনব এক কায়দায় দুইদিন আগে মুক্তি দেয়া হয় সিরিজ ‘ওভারট্রাম্প’-এর ট্রেইলার। সিরিজের সব অভিনয়শিল্পীরা এক সাথে লাইভে এসে দর্শকদের জন্য মুক্তি দেয় ট্রেইলারটি। আর এই লাইভের মধ্যেই দর্শকদের অনুরোধে নির্ধারণ করা হয় সিরিজটির মুক্তির তারিখও। আগামী ১৬ মার্চ মুক্তি পাচ্ছে বাশার জর্জিস পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘ওভারট্রাম্প’।

এই সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মন্ওয়ার, এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ আরও অনেকেই।

বিজ্ঞাপন

সিরিজটিতে একদন নতুন লুকে, নতুনভাবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তার চরিত্র একদম অন্যরকম জানিয়ে চঞ্চল বলেন, ‘আমাদের সমাজে এধরনের ঘটনা বিশেষ করে আমাদের নগর জীবনে ঘটছে অহরহ। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। এই সিরিজে আমার চরিত্রে এক চমক থাকবে, আপাতত এইটুকুই বলতে চাই।’

অভিনেতা মোস্তফা মন্ওয়ার বলেন, ‘আমি আসলে বেশ কৌতুহল যে দর্শক কীভাবে কাজটা নিবে, কনটেন্টেটা কীভাবে বুঝবে। সিরিজের কাস্টিংগুলো খুব মজার। আশা করছি, সিরিজটা খুব এনগেজিং এন্ড ফান ওয়াচ প্রজেক্ট হয়েছে।

সিরিজের মধ্যে দিয়ে চরকিতে প্রথমবারের মতো উপস্থিত হবেন এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি।

ওটিটিতে নিজের প্রথম কাজ নিয়ে বেশ উচ্ছসিত সামিরা খান মাহি। প্রিয় সব অভিনয়শিল্পীদের সাথে স্ক্রিন শেয়ার করতে পারাটাও তার জন্য বেশ আনন্দের ছিল। তিনি বলেন, ‘আমার জন্য এই সিরিজে কাজ করাটা একদম নতুন অভিজ্ঞতা ছিল। সেই সাথে দুর্দান্ত সব সহশিল্পীরা আমার কাজটি আরও সহজ করে দিয়েছিলেন। এখন কাজটা দেখে দর্শক পছন্দ করলে তবেই সেটা আমার ভবিষ্যৎ কাজের জন্য অনুপ্রেরণা হবে।’

বিজ্ঞাপন

অভিনেত্রী ভাবনা কাজটি নিয়ে বেশ এক্সসাইটেড। তিনি বলেন, ‘ওভারট্রাম্পে আমার চরিত্রের নাম রমা। রমার সঙ্গে ভাবনার কোনো মিল নেই। আগের কাজ থেকে এই চরিত্র সম্পন্ন ভিন্ন। আমি নিজেও প্রতিটি কাজে নিজেট সর্বোচ্চটা দিতে চাই। আমি খুব চিন্তায় ছিলাম যে রমা চরিত্রটা কীভাবে ডিজাইন করবো। আমি চেষ্টা করেছি বাকিটা দর্শকদের ওপর।’

কাজটি নিয়ে এফএস নাইম বলেন, ‘ওভারট্রাম্প-এ কাজের অভিজ্ঞতা দারুন। জার্জিস ভাই অ্যান্ড পুরো টিমের সবাই দারুণ ছিল। আমি ওই চরিত্রে ১ মাস থেকেছি। আমার ক্যারেক্টারটা আশা করি সবাই পছন্দ করবে।’

পরিচালক বাশার জর্জিস বলেন, ‘ওভারট্রাম্প গল্পটা কোভিডের সময়ের লেখা। এ সময় সবাই থ্রিলার, রোমান্স করছে কিন্তু কেউ ডার্ক কমেডি করছে না। যা কমেডি হয়েছে সেটা ভিন্ন মাত্রার যেটা টিভিতে দেখা যায়। তবে ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে ওভারট্রাম্প-এর কাজের প্রতি আগ্রহ হয়।’

ওভারট্রাম্পের নির্মাণ নিয়ে অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘টিমের কে কি হবে সেটা নিয়ে টেনশনে ছিলাম। আমি খুব ভাগ্যবান যে ডিওপি খসরুকে বলা মাত্রই তাকে পাওয়া গেছে। দেশসেরা একজন ডিওপি আমার সঙ্গে ওটিটির জন্য প্রথম কাজ করছেন। রঞ্জনদাও আমার সঙ্গে প্রডাকশন ডিজাইন করতে রাজি হয়। সিরিজে অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করে চরম মেজাজ খারাপ লেগেছে। মানে ওরা এত বেশি সিরিয়াস যে আমি নিজেই ভরকে গেছি। (বলেই জোরে হাসেন তিনি) কারণ এটা তো আরো অন্য কাজের মতোই।’

সাধারণ ব্যাবসায়ী মিরাজকে অপহরণ করে ভীষণ দুর্বিপাকে পড়ে ফটকা সেলিম। একে একে ঘোট পাকিয়ে যায় সব কিছুতেই। ধোঁকা দেয়াই যখন খেলা, তখন এই খেলায় কে জেতে কে হারে বলা কঠিন।

৬ পর্বের সিরিজ ‘ওভারট্রাম্প’-এর গল্পটা এমনই। সিরিজটির গল্প লিখেছেন বাশার জর্জিস, সিদ্দিক আহমেদ, অম্লান ও মোন্তাসির মান্নান। আর চিত্রনাট্য লিখেছেন মোন্তাসির মান্নান। চিত্রগ্রহণে ছিলেন কামরুল হাসান খসরু, মিউজিক করেছেন ইমন চৌধুরী ও জাহিদ নিরব। কালার গ্রেডিং করেছেন রাশেদুজ্জামান সোহাগ আর রিপন নাথের শব্দ পরিকল্পনা সিরিজটি যেনো এক অন্যমাত্রা যোগ করেছে।

সারাবাংলা/এজেডএস

ওভারট্রাম্প চঞ্চল চৌধুরী সামিরা খান মাহি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর