Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৫তম অস্কারে রেকর্ডের ছাড়াছড়ি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ মার্চ ২০২৩ ১৬:১১

অস্কারের ৯৫তম আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরের রেকর্ডের ছড়াছড়ি হয়েছে। জন্ম হয়েছে বেশ কিছু নতুন রেকর্ডের।

প্রথম এশীয় নারী হিসেবে মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো ‘সেরা অভিনেত্রী’-র পুরস্কার পেয়েছেন। ৬০ বছর বয়সী এ অভিনেত্রী ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’-এর জন্য পুরস্কারটি জয় করেছেন।

এর আগে দুটি ছবি অস্কারে অভিনয়ের তিনটি শাখায় পুরস্কার পেয়েছিলো। তৃতীয় ছবি হিসেবে ৫০ বছর পর এ কৃতিত্ব অর্জন করলো ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’। এর আগে ‘আ স্ট্রিটকার নেমড ডিজায়ার’ ( ১৯৬১) ও ‘নেটওয়ার্ক’ (১৯৭৬) ছবি দুটি কৃতিত্ব অর্জন করে।

প্রথমবারের মত অস্কারের মঞ্চে সেরা মৌলিক গান হিসেবে পুরস্কার জিতেছে ভারতীয় ছবি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি। ভারতের তামিল-তেলেগু ভাষার প্রথম গান হিসেবে এ পুরস্কার জিতলো তারা। এছাড়া এবারের অস্কারের মঞ্চে গানটি পরিবেশন করা হয়।

অস্কারের এবারের আসরে বিজয়ী হয়েছেন যারা-

সেরা চলচ্চিত্র: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস
সেরা অভিনেত্রী: মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস)
সেরা অভিনেতা: ব্রেনডান ফ্রেজার (দ্য হোয়েল)
পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস)
পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস)
সেরা পরিচালক: ড্যানিয়েল শাইনার্ট ও ড্যানিয়েল কোয়ান (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস)

সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: উইমেন টকিং- সারা পোলি
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: গিয়েলমো ডাল টোরস পিনোকিও
সেরা প্রামাণ্যচিত্র: নাভালনি
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
সেরা মৌলিক গান: নাটু নাটু (আরআরআর)

বিজ্ঞাপন

সেরা মৌলিক সুর: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা সিনেমাটোগ্রাফি: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য আইরিশ গুডবাই
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
সেরা তথ্যচিত্র (স্বল্প দৈর্ঘ্য): দ্য এলিফ্যান্ট হুইসপারারস
সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

সেরা সম্পাদনা: এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস
সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার
সেরা শব্দ ধারণ: টপ গান- ম্যাভেরিক
সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: দ্য হোয়েল।

সারাবাংলা/এজেডএস

৯৫তম অস্কার রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর