Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ঝাঁক তারকা নিয়ে ইমনের ‘মারকিউলিস’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ মার্চ ২০২৩ ১৪:১৬

সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে সিরিজ ‘মারকিউলিস’। আবু শাহেদ ইমনের পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছেন এক দল গুণী অভিনেতা। খুব শীঘ্রই চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

এই সিরিজে আছেন সাবিলা নূর, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারীসহ আরও অনেকেই।

বিজ্ঞাপন

এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন সাবিলা নূর। কাজের অভিজ্ঞতা ইউনিক ছিল জানিয়ে তিনি বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে সেটি এই সিরিজের মূল আলাপ।’

সাবিলা আরও বলেন, ‘আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে৷ এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। শাহেদ ভাই অসাধারণ একজন পরিচালক। উনার কাজের প্রসেস খুবই দারুণ ও ইউনিক। এছাড়া মেকআপ, কস্টিউমসসহ সব কিছু দারুণ ছিল।’

দর্শক এর আগে চরকিতে গিয়াস উদ্দিন সেলিমকে পরিচালক হিসেবে পেয়েছে। এবার তিনি আসছেন অভিনেতা হয়ে।

চরকিতে প্রথম কাজ করছেন জাকিয়া বারী মম ও রওনক হাসান। মম তিনি বলেন, ‘মারকিউলিস একটা সিস্টেমের কথা বলে। একটা রাষ্ট্রযন্ত্রের কথা বলে। সিরিজের সব চরিত্রগুলোর নানা ডাইমেনশন আছে। আমার চরিত্র খুবই ইন্টারেস্টিং ছিল। কাজটাও বেশ ডিফরেন্ট হয়েছে। শাহেদ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ সব মিলিয়ে বেশ দারুণ সময় ছিল।’

বিজ্ঞাপন

অভিনেতা রওনক বলেন, ‘এখনকার সময়ের কনটেন্টগুলো অধিকাংশ ক্রাইম, থ্রিলার, অ্যাকশন নির্ভর। কিন্তু মারকিউলিস ব্যতিক্রম। আমরা একটা ভালো কাজ করবার চেষ্টা করেছি। বাকিটা দর্শক বলবেন।’

পরিচালক আবু শাহেদ ইমন বলেন, ‘মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। এটার অভিজ্ঞতা চমৎকার। অন্য সিরিজের তুলনায় এই গল্পের ধরন মৌলিক। এই সিরিজে অনেকে অভিনয় করেছেন। সবার মিশেলে বেশ বড় আয়োজনের কাজটা হয়েছে।’

সিরিজের গল্প কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত এটি একটি মেয়ের গল্প। তার প্রেমিক একজনের হাতে খুন হন। ড্রামা থ্রিলার জননার গল্প হলেও সামাজিক অনেক ঘটনা রয়েছে। এমন ভাবে তৈরি করা হয়েছে তারে খুব সাধারণ দর্শকরাও এটা উপভোগ করতে পারে।’

সারাবাংলা/এজেডএস

মারকিউলিস