Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নয়া মানুষ’ সিনেমার টাইটেল গানে শফি মন্ডল-চন্দনা মজুমদার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৬

সদ্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া চন্দনা মজুমদার ও জনপ্রিয় কন্ঠশিল্পী শফি মন্ডল গাইলেন সোহেল রানা বয়াতির পরিচালনায় নির্মাণাধীন ‘নয়া মানুষ’ সিনেমার টাইটেল গান।রণক ইকরামের কথায় গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী,গানটির সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। আ. মা. ম. হাসানুজ্জামান এর বেদনার বালুচর গল্প অবলম্বনে মাসুম রেজা’র চিত্রনাট্যে, কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মানাধীন চলচ্চিত্রটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী।

বিজ্ঞাপন

সিনেমার শিরোনাম সংগীত প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গান ‘নয়া মানুষ’। দ্বৈত এই গানটিতে পুরো সিনেমার বিষয়বস্তু উঠে এসেছে।”

চন্দনা মজুমদার বলেন, ‘সিনেমার গল্প চমকে ওঠার মতো। গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া যায় না।’ অন্যদিকে বাউল শফি মন্ডল বলেন, ‘দারুন একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। এই গানটি সেই কম গানের তালিকায় থাকবে নিশ্চিত।’

‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। নয়া মানুষ সিনেমার কাজ শেষ পর্যায়ে জানিয়ে সোহেল রানা বয়াতি বলেন, “গত বছরের অক্টোবরে চলচ্চিত্রের ৭০ ভাগ কাজ শেষ করেছি। ইচ্ছা ছিল পুরোটা একবারে শেষ করার, কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তান্ডবে ৩০ ভাগ কাজ আটকে যায়। খুব শিগগির আমরা বাকি চিত্রধারণের কাজ শুরু করব। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে রাখছি, কারণ এ বছরই আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই।” সিনেমার ধরন নিয়ে বয়াতি বলেন, ‘নদীর যেমন এক কূল ভেঙে অন্য কূল গড়ে, তেমনি ভাসতে ভাসতে মানুষও এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কী রকম সংকট বা সমস্যার সৃষ্টি হয়, সেটা নিয়েই গল্প। এর মধ্যেই প্রেম, প্রকৃতি, ভালোবাসা ও জীবনের নানা ঘাত-প্রতিঘাত দেখানো হয়েছে।’

সারাবাংলা/এজেডএস

‘নয়া মানুষ’ সিনেমার টাইটেল গানে শফি মন্ডল-চন্দনা মজুমদার চন্দনা মজুমদার শফি মন্ডল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর