গ্রুপ থিয়েটার ফেডারেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ; সন্ধ্যায় ফল
৫ মে ২০১৮ ১৪:৪৪ | আপডেট: ৫ মে ২০১৮ ১৫:০২
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সকাল দশটায় শুরু হওয়া ভোট কার্যক্রম শেষ দুপুর দুইটা কুড়ি মিনিটে। সন্ধ্যায় জানা যাবে, কে হচ্ছেন নাট্যজনদের আগামী তিন বছরের নেতা।
ফেডারেশনের ২৩৩ জন পূর্ণ সদস্য এবং ৫২টি সহযোগী সদস্যসহ এবারের নির্বাচনে ভোটার ২৮৫ জন। নির্বাচনে কেন্দ্রিয় ও বিভাগীয় পদে মোট ১১৫ জন প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি লিয়াকত আলী লাকী ও ঝুনা চৌধুরী। সাধারণ সম্পাদক পদে কামাল বায়েজিদের সঙ্গে লড়ছেন বর্তমান সম্পাদক আক্তারুজ্জামান।
নাট্যজন এস এম মহসীনের নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন এবারের নির্বাচনের দায়িত্ব পালন করছেন।
এর আগে গতকাল, ‘নাটক আমাদের শিল্পসংগ্রাম, মানব মুক্তির হিরন্ময় হাতিয়ার’- এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় মঞ্চনাটকের এ অভিভাবক সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন। সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী।
ছবি : আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/টিএস/পিএম