Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ‘পাঠান’ আমদানিকারক

আহমেদ জামান শিমুল
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৯

বলিউডের ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাবে— এমন খবর চাউড় হয় গেল ২৩ জানুয়ারি। সাফটা চুক্তির আওতায় শাকিব খান অভিনীত ‘পাঙ্কু জামাই’-এর বিনিময়ে শাহরুখ খানের ছবিটি আসার কথা। তবে তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অনুমতি পায়নি আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তারা এ মুহূর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন।

বিজ্ঞাপন

২০১৯ সালেই বাংলাদেশ থেকে শাকিব খান অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি রফতানি করা হয়েছিলো। সেটির রফতানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ছবিটি রফতানির পর মামুন আরেকটি ভারতীয় ছবি আমদানির অনুমতি পেয়েছিলেন। ২০২০ সালে সেটি আমদানির কথা ছিলো। কিন্তু সে সময় করোনা মহামারীর কারণে তিনি তা পারেননি। মামুন বিষয়টি উল্লেখ করে ‘পাঠান’ আমদানির জন্য অনুমতি চান। যা নিয়ে মিটিং হয় ২৪ জানুয়ারি। যেখানে সাফটা চুক্তির দুটি ধারা পরস্পর বিরোধী জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাখা চাওয়ার সিদ্ধান্ত হয়েছিলো।

বিজ্ঞাপন

তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ সারাবাংলা তখন জানিয়েছিলেন, ‘সাফটা চুক্তির একটি ধারায় বলা হয়েছে উপমহাদেশীয় ভাষার ছবি আমদানি রফতানি করা যাবে না। আবার আরেকটি ধারায় বলা হয়েছে ওই চুক্তির আওতায় একটি ছবির বিনিময়ে আরেকটি ছবি আনা নেওয়া করা যাবে। এখন উপমহাদেশীয় ভাষা্র ক্ষেত্রে তো হিন্দিসহ অনেক ভাষা পড়ে। সবমিলিয়ে ধারা দুটি আমাদের কাছে সাংঘর্ষিক মনে হয়েছে।’

তিনি জানালেন, বাণিজ্য মন্ত্রণালয়ে তারা এখনও চিঠি পাঠাননি। ‘আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে (মন্ত্রী ও সচিব) বিষয়টি জানিয়েছি। তারা যদি মনে করেন আইন অনুযায়ী আমদানি করার অনুমতি দেওয়া যায় তাহলে আর বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাখা চাওয়া হবে না। আর তাদের কাছেও যদি সাফটা চুক্তির দুটি ধারা সাংঘর্ষিক মনে হয় তাহলে অবশ্য আমরা ব্যাখা চেয়ে চিঠি দিবো।’

আমদানিকারক মামুন বলেন, তথ্যমন্ত্রী আগে বলেছিলেন চলচ্চিত্রের সকল সংগঠন যদি লিখিত দেয় হিন্দি ছবি আমদানিতে তাদের কোনো আপত্তি নেই তাহলেই অনুমতি দেওয়া হবে। ইতোমধ্যে ১৯টি সংগঠন একমত হয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। সে অনুযায়ী আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রী তাদের ডেকেছেন। আমরা আশা করছি এ বৈঠক থেকে পজেটিভ কিছু আসবে। বলতে পারেন আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেইজে লিখেছে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। অথচ সেন্সর বোর্ড বলছে ছবিটি এখনও সেন্সরের জন্য জমা পড়েনি। তাহলে তারা কীভাবে এটা বলছে? ‘মুক্তির তারিখ আমরা বলি নি এখনো। যদি আগামীকালের (১৯ ফেব্রুয়ারি) বৈঠকে সিদ্ধান্ত পজেটিভ আসে তাহলে অবশ্যই বৃহস্পতিবার আমরা মুক্তির চেষ্টা করবো। আর সেন্সর চাইলে একদিনে ছবিটি দেখে ছাড়পত্র দিতে পারে। অতীতে এমন অনেক হয়েছে,’—বলেন মামুন।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি। এতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান। ছবিটি বক্স অফিসে রেকর্ড এক হাজার কোটি টাকা আয় করবে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এজেডএস

অনন্য মামুন আমদানি টপ নিউজ পাঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর