Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালবাসা দিবসে বিশেষ নাটক ‘পেইন গেস্ট’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৬

বাসার কলিং বেলটা বেজেই চলেছে। নাফিজ বিরক্ত হয়ে দরজা খুলে দেখে ওয়াশিং পাউডারের ক্যাম্পেইন করতে এক মেয়ে এসেছে, নাম জেরিন। ওয়াশিং পাউডারের বিজ্ঞাপন দিতে দিতে ঘরে ঢুকে পড়ে। নাফিজ তো অবাক। নাফিজের হাতে ওয়াশিং পাউডারের প্যাকেট ধরিয়ে দিয়ে টাকা চাইলে নাফিজ পাউডার ছুঁড়ে ফেলে দেয় আর মেয়েটাকেও বাইরে চলে যেতে বলে। কিন্তু মেয়েটা কোনভাবেই যাবে না। লেগে যায় ঝগড়া। নাফিজের ছুঁড়ে ফেলা পাউডারের প্যাকেট ফেটে গেছে। এখন এর ক্ষতিপূরণ ধরা হয়েছে দুই হাজার টাকা। তুমুল ঝগড়ার এক পর্যায়ে জেরিন নাফিজকে বলে, পাউডার সে নিতে পারবে না। তবে একটা শর্তে সে এখান থেকে যেতে পারে, এই ডিটারজেন্ট দিয়ে নাফিজকে কাপড় কেঁচে দেখাতে হবে। কাপড় যদি তারাতারি পরিস্কার হয় তবে সে এই কোম্পানীর আরো ক্যাম্পেইন করবে। না হলে করবে না। একজন প্রতিবেশী চিৎকার শুনে বাসায় এসে দেখে নাফিজ আর জেরিন ঝগড়া করছে। প্রতিবেশী নাফিজকে কিছু জিজ্ঞেস করার আগেই জেরিন কান্নাকাটি শুরু করে বলে, নাফিজ তার সাথে দুব্যর্বহার করেছে। এখন কি হবে?

বিজ্ঞাপন

এমনই এক গল্পে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে নির্মিত হলো বিশেষ নাটক ‘পেইন গেস্ট’। পাপ্পু রাজের রচনা ও মুসাফির রনি’র পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জে এস হিমি, মাসুম বাশার, মিলি বাশার, সোমা ফেরদৌস, রেজাউল আমিন সুজন, আশিক আকবর আকাশ, রাজা প্রমূখ। প্রচারিত হবে ১৩ ফেব্রুয়ারি (সোমবার) রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে।

সারাবাংলা/এএসজি

ভালবাসা দিবসে বিশেষ নাটক ‘পেইন গেস্ট’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর