Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইটানিকের পর ডেডপুল ২


৪ মে ২০১৮ ১৮:৩৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার জ্বরে ভুগছে গোটা পৃথিবী। আর কোনো দিকেই নজর নেই কারো। তাই এই জোয়ারে প্রচারণায় যাচ্ছে না কোনো প্রযোজনা প্রতিষ্ঠান। বড় ও নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান গুলোও কোনো কথা বলছে না, চুপ করে আছে।

এই চুপ থাকার মধ্যে ঘটে গেল একটা বড় ঘটনা। ‘ডেডপুল ২’ সিনেমার থিম সং গাইলেন সেলিন ডিওন। টাইটানিকের পর এবারই কোনো সিনেমার থিম সংয়ে কণ্ঠ দিলেন তিনি। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক সিনেমায় ‘মাই হার্ট উইল গো অন’ গানের জন্য অস্কার জেতেন এই কণ্ঠশিল্পী।

‘ডেডপুল ২’ সিনেমায় ব্যবহৃত গানের শিরোনাম ‘অ্যাশেজ’। ৩ মে (বৃহস্পবিবার) গানটি প্রকাশ পায় অনলাইনে। আর প্রকাশের পরে এখন পর্যন্ত (শুক্রবার) ইউটিউবে ট্রেন্ডিংয়ে প্রথমে রয়েছে গানটি।

সিনেমার জন্য থিম সং নির্মাণের মতো পুরোনো প্রচারণা মাধ্যমটি ব্যবহার করেছে মারভেল এন্টারটেইনমেন্ট। গানের ভিডিওতে কণ্ঠশিল্পী সেলিন ডিওনের পাশে ডেডপুলকে নাচতে দেখা গেছে। শুধু তাই নয় গানের শেষ সেলিন ডিওন ও ডেডপুলের একটি আলাপচারিতাও রয়েছে।

সারাবাংলা/পিএ/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর