Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোমান খন্দকারের আত্মকেন্দ্রীক গান ‘দূরত্ব’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৬

প্রকাশ হলো নোমান খন্দকারের কথা, সুর ও কণ্ঠে আত্মকেন্দ্রীক গান ‘দূরত্ব‘। গানটির সঙ্গীতায়োজন করেছেন মনি জামান। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ‘ভুলের রাজ্য‘ নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। গানটির ভিডিওগ্রাফি করেছেন আশরাফ রঞ্জন।

গানটি নিয়ে নোমান খন্দকার বলেন, আমার গানগুলো একেবারেই নিজস্ব ভাবনার প্রকাশ। এখানে সামগ্রীকতার চিন্তা আসে নাই। নিজের ভাবনাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়া কিংবা অন্যদের সঙ্গে মিলিয়ে নেয়ার ইচ্ছাতেই গান করা। সে কারণেই এগুলো আত্মকেন্দ্রীক গান।

বিজ্ঞাপন

‘দূরত্ব’ গান নিয়ে মনি জামান বলেন, অবশ্যই এটা প্রেমের গান। তবে এই প্রেমের অনুভূতিতে এক গভীর ভাবনা আছে। এটাই নোমানের গানের স্পেশালিটি।

নোমান খন্দকার জানান, আত্মকেন্দ্রীক ধারার এই গানগুলো নিয়মিত প্রকাশ করবেন তিনি।

সারাবাংলা/এজেডএস

নোমান খন্দকার

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর