Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হীরালাল সেন পদক পেলো ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২১

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’। এবারের আসরের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার ‘হীরালাল সেন পদক’ পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

এছাড়া এবারের উৎসবে ‘শ্রেষ্ঠ সম্পাদনা’ বিভাগে পুরস্কার পেয়েছে ‘দামাল’। ‘শ্রেষ্ঠ শব্দ শৈলী’ বিভাগে ‘সাঁতাও’, ‘শ্রেষ্ঠ চিত্রগ্রহণ’-এ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ‘শ্রেষ্ঠ চিত্রনাট্য’ বিভাগে পুরস্কার পেয়েছে ‘শিমু’।

বিজ্ঞাপন

পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান।

পাঁচদিন ব্যাপী আয়োজিত চলচ্চিত্র উৎসবটি শুরু হয়েছিলো ৫ ফেব্রুয়ারি। এবারের উৎসবে ২২টি ছবি প্রদর্শিত হয়। এর মধ্যে ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য ছবি। প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে ছবিগুলোর প্রদর্শনী হয়। টিকেট মূল্য ছিলো ৫০টাকা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে এ প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এজেডএস

আমার ভাষার চলচ্চিত্র ১৪২৬ কুড়া পক্ষীর শূন্যে উড়া হীরালাল সেন পদক

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর