Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ হলে চলবে ‘মন দিয়েছি তারে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৪

মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা ‘মন দিয়েছি তারে’ মুক্তি পাচ্ছে শুক্রবার (১০ ফেব্রুয়ারি)। এতে জুটি বেঁধেছেন আসিফ ইমরোজ ও অমৃতা খান। দেশের ১৫ টি সিনেমা হলে চলবে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছে ছবির প্রযোজক মো. সাইফুল ইসলাম।

‘মন দিয়েছি তারে’র নায়ক আসিফ ইমরোজ বলেন, ‘রোমান্টিক ধারার হলেও মুলত ছবিটি একটি সামাজিক বাস্তবধর্মী কাহিনি নিয়ে চিত্রায়িত। জীবন সংগ্রামের চিত্র এই গল্পে যে ভাবে ফুটে উঠেছে ঠিক তেমনি আমাদের সমাজের কিছু নেগেটিভ চরিত্রের মানুষদের জন্য একটা সোশ্যাল মেসেজ রয়েছে। আশা করি দর্শকরা সিনেমাটি হলে গিয়ে দেখবেন।’

বিজ্ঞাপন

অমৃতা খান বলেন, সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা রোমাঞ্চকর তেমনি মুক্তি উপলক্ষ্যে আমিও রোমাঞ্চিত। আসিফ ইমরোজ ভাইয়ের সাথে প্রথম কাজ হলেও দারুণ হয়েছে কাজটি। তাই বলব ছবিটি দর্শক দেখে বিনোদন পাবেন।

সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মন দিয়েছি তারে’। সামি বাণী চিত্রের ব্যানারে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করেছেন সুজাতা, সাগর, কাকন শাহা, সাদেক বাচ্চু সহ আরো অনেকে।

প্রথম সপ্তাহে যেসব সিনেমা হলে ছবিটি চলবে: নন্দিতা সিনেমা (সিলেট), সুগন্ধা সিনেমা (চট্রগ্রাম), সিনেমা প্লেস-(চট্টগ্রাম), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), মধুবন সিনেমা (বগুড়া), শঙ্খ সিনেমা (খুলনা), সত্যবতী সিনেমা (শেরপুর), মোহন সিনেমা (হবিগঞ্জ), চন্দ্রিমা সিনেমা (শ্রীপুর, সাভার), মমতা সিনেমা (মাধবদী), গুলশান সিনেমা (নারায়ণগঞ্জ), চাঁদমহল সিনেমা (কাঁচপুর), গীত সিনেমা (ঢাকা), আজাদ সিনেমা (ঢাকা), নিউ গুলশান সিনেমা (জিনজিরা)।

সারাবাংলা/এজেডএস

অমৃতা খান আসিফ ইমরোজ মন দিয়েছি তারে