Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন জুটি জয়-জারা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০০

এ প্রজন্মের নায়ক জয় চৌধুরীর ১৮তম ছবি ‘শেষ কথা’-র মহরত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) পূর্বাচলের স্বপ্নের ঠিকানা রিসোর্টে এ মহরত হয়। কাজী মো. ইসলাম পরিচালনা ও প্রযোজনায় ছবিটিতে তার বিপরীতে রয়েছেন কাজী জারা টায়রা।

জয় চৌধুরী বলেন, এ যুগে দেখা যায় প্রেম ও বিয়ে ব্যবসায় পরিণত হয়েছে। ছবিতে আমাকে এমনই এক চরিত্রে দেখা যাবে। কিন্তু শেষ পর্যন্ত আমি একজনের প্রেমে পড়ে যাই। এ নিয়েই ছবির গল্প।

বিজ্ঞাপন

‘শেষ কথা’ ছবিতে জয়-জারা ছাড়াও অভিনয় করছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ ও টাইগার রবি।

সচেতন ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন কাজী মো. ইসলাম। ছবির গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি ও ফিরোজ প্লাবন। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ ও মুকুল নেত্রবাদী। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অশোক সিং (ভারত), সালমা, মনির খান ও বেলি আফরোজ।

মহরত অনুষ্ঠানের পর পরই ছবিটির শুটিং শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার শুটিং চলবে। এরপর শুটিং হবে সিলেটে।

সারাবাংলা/এজেডএস

জয় জারা শেষ কথা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর