Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার গ্রুপ থিয়েটার ফেডারেশন নির্বাচন


৪ মে ২০১৮ ১৬:১৬ | আপডেট: ৫ মে ২০১৮ ১১:৩৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নাট্যকর্মীদের আনাগোনায় মুখরিত জাতীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। কারণ শুরু হয়েছে গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচনের প্রক্রিয়া।

তিন শতাধিক নাট্য দলের সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। নির্বাচনের আগে শুক্রবার (৪ মে) শুরু হয়েছে সংগঠনের ২৩তম সম্মেলন। সকালে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী।

তিন শতাধিক নাট্য দলের নেতা কর্মীদের নিয়ে এই সম্মেলন চলবে সারাদিন। আর সম্মেলনের মাধ্যমে শেষ হবে চলতি কমিটির কার্যকাল। এই কমিটি তাদের মেয়াদকালে কি কাজ করেছে তারও প্রতিবেদন প্রকাশ করা হবে সম্মেলনে। েএসব আনুষ্ঠানিকতা শেষে শনিবার (৫ মে) অনুষ্ঠিত হবে নির্বাচন।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঝুনা চৌধুরী এবং বর্তমান সভাপতি লিয়াকত আলী লাকী। সাধারণ সম্পাদক পদে কামাল বায়েজিদের সঙ্গে লড়বেন বর্তমান সম্পাদক আক্তারুজ্জামান।

এছাড়া অর্থ-সম্পাদক হিসেবে মীর জাহিদ ও রফিক উল্লাহ সেলিম, প্রচার সম্পাদক পদে মাসুদ আলম বাবু ও সাফায়েতুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে  চঞ্চল সৈকত ও সগীর মুস্তফা, প্রকাশনা সম্পাদক পদে হাফিজুর রহমান সুরুজ ও মাসুদ পারভেজ মিজু, তথ্য ও গবেষণা সম্পাদক পদে জাহিদ রিপন, আব্দুল হালিম আজিজ ও আনোয়ারুল হক, অনুষ্ঠান সম্পাদক পদে খন্দকার শাহ আলম ও কামরুন নূর চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক ফয়েজ জহির ও অভিজিৎ সেনগুপ্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এইচ আর অনিক, শাহীন আহম্মেদ, শওকত, দিশা ও হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে তপন হাফিজের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জিয়াউল হাসান জিয়া। অন্যদিকে দপ্তর সম্পাদক পদে শুক্রবার পর্যন্ত প্রতিদ্বন্দ্বিহীন খোরশেদুল আলম।

সভাপতিমন্ডলির সদস্য পদে ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দিতা করবেন লাকী ইনাম, অনন্ত হীরা, নাদের চৌধুরী ও অশোক রায় নন্দী। সিলেট বিভাগ থেকে অনিরুদ্ধ কর শান্তনু।

শুক্রবার সন্ধ্যায় নির্বাচনে অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সারাবাংলা/পিএ/টিএস/পিএম

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর