Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৌসিফ তথা ইসমাইলের পারিবারিক ঐতিহ্য চুরি!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১১

ইসমাইল পেশায় একজন চোর। শুধু পেশায় বললে ভুল হবে, পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে চুরিটাকে পেশা আর নেশা হিসেবে নিয়েছে সে।

সিএমভি’র ব্যানারে এমনই এক অদ্ভুত বংশীয় চোরের চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ‘ফিটিং ইসমাইল’ নামের বিশেষ নাটকটিতে তৌসিফের বিপরীতে আছেন কেয়া পায়েল। ইব্রাহীম চৌধুরী আকিব ও মজুমদার শিমুলের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

ইসমাইলের গার্লফ্রেন্ড বিউটি। যে আবার ইসমাইলের চুরির পেশাকে একদমই মেনে নিতে চায় না। এই বিউটি চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।

নির্মাতা তৌফিকুল ইসলাম জানান, ‘নাটকটির গল্প চোর ও চুরি নিয়ে। তবে এতে বেশ পজিটিভ বার্তা রয়েছে। যেটা নাটকটি দেখলে বুঝতে পারবে দর্শকরা। এতে চোরের চরিত্রে তৌসিফ মাহবুব অনবদ্য অভিনয় করেছেন। কেয়া পায়েলও দারুণ ছিলেন। কারণ গল্পটা চোরের হলেও দিনশেষে এটা প্রেমেরও।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ফিটিং ইসমাইল’ শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

তৌসিফ ফিটিং ইসমাইল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর