Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শকদের কাঁদাচ্ছে ‘সাঁতাও’, চলছে ভালো

আহমেদ জামান শিমুল
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১০

খন্দকার সুমনের ছবি ‘সাঁতাও’ মুক্তি পেয়েছে ২৭ জানুয়ারি। ছবিটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে চলছে ৫টি সিনেমা হলে। পরিচালক ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সিনেমা হলে ছুটে বেড়াচ্ছেন। সরাসরি শুনছেন দর্শকদের প্রতিক্রিয়া।

‘সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাবে আমাদের ছবিটি দেখতে এসেছিলেন একজন মা। তিনি তার জীবনের গল্পের সঙ্গে আমাদের ছবির মিল পেয়েছেন। হয়েছেন আবেগাপ্লুত। তার কান্না আমাদেরকেও ছুঁয়ে গেছে। এরকম অসংখ্য মানুষ আমাদেরকে এসে বলছে তারা বহু বছর পর সিনেমা হলে এসে ছবি দেখছেন,’— বলেন সুমন। এরকম ঘটনা শুধু সিরাজগঞ্জে না, রংপুরের শাপলা টকিজেও পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গণঅর্থায়নের ছবিটি শুধু দর্শকদের ভাবাচ্ছে কিংবা আবেগাপ্লুত করছে তা না শুধু, হল মালিকদের ব্যবসাও দিচ্ছে। সুমন বলেন, ‘আমাদের ছবিটি দুর্দান্ত ব্যবসা করছে তা কিন্তু বলবো না। তবে এতটুকু বলতে পারি শাপলা দ্বিতীয় সপ্তাহ চালাচ্ছে ব্যবসা করেছে দেখেই। দিনাজপুরের মডার্ণে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ও স্থানীয় কলেজের প্রচুর শিক্ষার্থী ছবিটি দেখছেন। তাদের ম্যানেজার আমাকে জানালো গত বছর তারা হাওয়ার সময় এত পরিমাণ শিক্ষার্থীদের দর্শক হিসেবে পেয়েছেন। সাভারের সেনা অডিটরোরিয়াম বেশ ভালো অংকের টাকা দিয়ে আমাদের ছবিটি নিয়েছিলো। তারা জানালো তা প্রথম দিনেই উঠিয়ে এনেছেন। সব মিলিয়ে বলতে পারি সাঁতাওয়ের দর্শক প্রতিদিনই বাড়ছে।’

রুটস সিনেক্লাবের কর্ণধার সামিনা ইসলাম সারাবাংলাকে বলেন, ছবিটি মুক্তির প্রথম দিন বেশ ভালো দর্শক পেয়েছি আমরা। আর তৃতীয় দিন (রোববার) পর্যন্ত বলতে পারি ভালোই চলছে ‘সাঁতাও’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আইনুন পুতুল খন্দকার সুমন ফজলুল হক সাঁতাও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর