ওয়েব সিরিজে পূর্ণিমা
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ জানুয়ারি ২০২৩ ১৬:১৫
২০ জানুয়ারি ২০২৩ ১৬:১৫
এ সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। আর পূর্ণিমা দুই দশকের লম্বা ক্যারিয়ারে এখনো আলো ছড়িয়ে যাচ্ছেন। এ দুজন এবার একত্রিত হচ্ছেন একটি ওয়েব সিরিজে। নাম ‘হোটেল রিলাক্স’। ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে ‘সুভা’ খ্যাত এই অভিনেত্রীকে।
এটি নির্মাতার প্রথম ওয়েব সিরিজ। বর্তমানে পুরাণ ঢাকা এবং আশপাশের কিছু এলাকায় শুটিং চলছে ছবিটির। এর আগে টিভি নাটক বানিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অমি।
তিনি বলেন, এখন অধিকাংশ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। প্লাটফর্মটির দর্শকরা থ্রিলার গল্প দেখে অনেক অভ্যস্ত। এই সিরিজের মাধ্যমে সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই আমি।
অমি আরও বলেন, দর্শকরা থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ নিয়মিত দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাচ্ছি, এই ধরনের গল্প আগে দেখেনি তারা।
সারাবাংলা/এজেডএস