Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃপণ দম্পতির গল্পে ‘সাগরকন্যা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ জানুয়ারি ২০২৩ ১৫:১০

কৃপণ এক দম্পতির গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘সাগরকন্যা’। অনিমেষ আইচের রচনায় এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।

নাটকে কৃপণ স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তারিন জাহানকে। আরো আছেন মাজনুন মিজান, সালমান আরাফাত, মিলি বাশার, আবুল খায়ের সবুজ ও হানিফ খান। ‘সাগরকন্যা’ প্রচারিত হবে ২১ জানুয়ারি শনিবার রাত ৯টায়।

বিজ্ঞাপন

নাটকের গল্পে দেখা যাবে, চাকুরিজীবী দম্পতি বেড়ানোর উদ্দেশ্যে লঞ্চে করে বরিশাল যাত্রা শুরু করে। কিন্তু দৈনন্দিন জীবনসহ বিভিন্ন ক্ষেত্রে কৃপণ স্বামীর কৃপণতায় অতিষ্ট হয়ে পড়েন স্ত্রী। এক পর্যায়ে যাত্রাপথে স্বামীকে না বলেই নিরুদ্দেশ হয়ে যান স্ত্রী। স্বামী তাকে খুঁজতে খুঁজতে আবিষ্কার করেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। মাঝে ঘটে যায় আরো কিছু ঘটনা। এভাবে এগোতে থাকে নাটকের কাহিনী।

সারাবাংলা/এজেডএস

তারিন মাজনুন মিজান সাগরকন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর