Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘সাঁতাও’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ১৯:২৩

নবীন নির্মাতা খন্দকার সুমনের চলচ্চিত্র ‘সাঁতাও’ এবার প্রদর্শিত হবে ভারতে। দেশটির অজন্তা-ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮ম আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি।

সারাবাংলাকে খবরটি নিশ্চিত করে পরিচালক সুমন জানান, আগামী ১২ ও ১৫ জানুয়ারি ছবিটি উৎসবে দেখানো হবে। ভারতের বিখ্যাত সিনেপ্লেক্স চেইন ‘আইনোক্স’-এ ১২ জানুয়ারি বিকাল ৫টা ৪৫ মিনিটে এবং ১৫ জানুয়ারি দুপুর ২টায় দেখানো হবে ছবিটি।

বিজ্ঞাপন

ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এনএফডিসি) সহায়তা উৎসবটি ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি। এটি অনুষ্ঠিত হবে ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদে।

‘সাঁতাও’ বাংলাদেশে মুক্তি পাবে আগামী ২৭ জানুয়ারি। এর আগে ২০ জানুয়ারি ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এও ছবিটি প্রদর্শিত হবে।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। এর গল্পে দেখা যাবে, গ্রামের কৃষক ফজলু বিয়ের পর বুঝতে পারে নতুন সংসারে পুতুল একাকিত্ব অনুভব করছে। পুতুলের একাকিত্ব দূর করতে ফজলু একটি গাভী কিনে আনে। পুতুল তার সংসারে নতুন সঙ্গী পেয়ে বাবার বাড়ি ছেড়ে আসার কষ্ট গুলো কিছুটা ভুলতে শুরু করে। এই দিকে নদীর উজানে একের পর এক বাঁধের কারণে ভাটি অঞ্চল শুকিয়ে যাচ্ছে। এমন প্রতিকূল পরিবেশে ফজলুর মত কৃষকদের কৃষি কাজে নানান সমস্যা সম্মুখীন হতে হয়। অবিরাম বৃষ্টিপাত আর উজানের ঢল এসে উপচে না পড়া পর্যন্ত বাঁধগুলোর দরজা বন্ধ রাখা হয়। আবার বাঁধের দরজাগুলো খুলে দিলে আটকে থাকা বিশাল জলধারা নদীতে প্রবাহিত হতে শুরু করে। নদীর গভীরতা কম থাকায় হঠাৎ প্রবাহিত জলধারা নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে পশু-পাখিসহ জনজীবনে অভিশাপ বয়ে আনে। নদীর এমন বিরূপ আচরণে ফজলু এবং পুতুলের সুখি সংসার বিষাদময় হয়ে উঠে।

বিজ্ঞাপন

আইডিয়া এক্সচেঞ্জের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শরিফ উল আনোয়ার সজ্জন। পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন। সম্পাদনা, রং-বিন্যাস, এফেক্ট ও টাইটেল, সাউন্ড ডিজাইন ও সাউন্ড মিক্সিং করেছেন সুজন মাহমুদ। শব্দ গ্রহণে ছিলেন নাহিদ মাসুদ। চিত্রগ্রহণে ছিলেন সজল হোসেন, ইহতেশাম আহমদ টিংকু ও খন্দকার সুমন। আবহ সংহীত করেছেন মাহমুদ হায়াৎ অর্পণ। গানে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বী, লায়লা তাজনূর সাউদী, লিমা হক। শিল্প নির্দেশনা দিয়েছেন রবি দেওয়ান। পোশাক পরিকল্পনায় ছিলেন আফ্রিনা বুলবুল। নৃত্য পরিচালনা করেছেন ফাহিম রায়হান। রূপসজ্জা করেছেন ফরহাদ রেজা মিলন ও পোস্টার ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

পুতুল ও ফজলুল ছাড়াও ‘সাঁতাও’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফ্রিনা বুলবুল, রুবল লোদী, কামরুজ্জামান রাব্বী, আব্দুল আজিজ মন্ডল, বিধান রায়, জুলফিকার চঞ্চল, বিনয় প্রসাদ গুপ্ত, সুপিন বর্মণ, রেফাত হাসান সৈকত, আব্দুল্লাহ আল সেন্টু, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পাল, হামিদ সরকার, মোঃ হানিফ রানা, আকতার হোসেন, আজিজুল হাকিম শিউস, সাইফুল ইসলাম লিটন, রাসেল তোকদার, মজনু সরকার, আবু কালাম, সিদ্দীক আলী, সুজন মাহমুদ, তাহসিনা আকতার তন্বী, নিশাত তাহিয়াত মিমন এবং তিস্তাবাজার এলাকাবাসী।

সারাবাংলা/এজেডএস

অজন্তা-ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব খন্দকার সুমন সাঁতাও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর