Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিরের আগামী দশক


১৭ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৯

এন্টারটেইনমেন্ট ডেস্ক

তিন খানের মধ্যে ভিন্ন আমির। কাজের কারণেই আলাদা তিনি। রীতির বাইরে সিনেমা নির্মাণের সাহসটা তিনি নিয়মিতই দেখিয়ে যাচ্ছেন। আমিরের কঠোর তত্ত্বাবধায়নে অফ ট্র্যাকের ছবিগুলোও হয়ে ওঠে আনন্দদায়ক। আর সেইসব ছবিতে আমিরের অভিনয়টাও হৃদয় ছুঁয়ে যায় দর্শকদের। দেখে মনে হয় অভিনয়টা যেন চামড়ার নিচেই রাখেন তিনি। চিকন-মোটা, তরুণ-বৃদ্ধ, যখন যে চরিত্রে অভিনয় করেন, ফুটিয়ে তোলেন নিঁখুত করে। এসব কারণে আমির এখন বলিউডের নতুন রোল মডেল।

বিজ্ঞাপন

বর্তমানে আমির ব্যস্ত থাগস অব হিন্দুস্থান ছবির কাজে। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়ে আছে। এর মধ্যেই নতুন চমক দিলেন আমির খান।

আমির তার ক্যারিয়ারের আগামী দশ বছর পার করবেন নিজের প্রডাকশনের ফ্রাঞ্চাইজি নিয়ে। এই প্রকল্পের আওতায় নির্মিত সব ছবির প্রযোজনাও করবেন তিনি, হয়ত পরিচালনাও করতে পারেন।

এই ফ্রাঞ্চাইজির প্রথম কাজ হবে মহাকাব্যিক মহাভারত নিয়ে। এতে ভগবান কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে চান আমির। তার কাজও শুরু করে দিয়েছেন তিনি। ফ্রানচাইজির প্রথম ছবিটি নির্মাণ করবেন সিক্রেট সুপারস্টারখ্যাত পরিচালক আদভিত চন্দন।

আমিরের কাছে অবশ্য চমকের শেষ নেই। ভারতীয় এয়ারফোর্সের পাইলট রাকেশ শর্মার বায়োপিকও নির্মাণ করতে যাচ্ছেন তিনি। রাকেশ শর্মাকে নিয়ে সিনেমা নির্মাণ গুরুত্বপূর্ণ, কারণ তিনি একমাত্র ভারতীয়, যিনি মহাকাশে ভ্রমণ করেছেন।

সারাবাংলা/পিএ/ পিএম 

আমির খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর