Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দগদগে ক্ষত সয়েও কাজের টানে পরীমণি

আহমেদ জামান শিমুল
৪ জানুয়ারি ২০২৩ ১৪:৩১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৩ ১৯:৪৩

নায়িকা পরীমণির জীবনে গেল কয়েকদিন যাবত ঝড় বয়ে যাচ্ছে। আমৃত্যু থাকার শপথ করেছিলেন শরিফুল রাজের সঙ্গে। বেঁধে ছিলেন গাঁটছাড়া। টোনাটুনির সংসারে এসেছিলো আদরছানা ‘রাজ্য’। কথায় বলে, কিছু মানুষের কপালে নাকি সুখ বেশিদিন সহে না। পরীর সুখের সংসারে বিচ্ছেদের সুর বাজচ্ছে। তিনি একের পর এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন ‘ভালোবাসার মানুষটির’ সঙ্গে আর থাকা হচ্ছে না। তাদের ভালোবাসার বন্ধন আলগা হয়ে গিয়েছে। গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ এনেছেন রাজের বিরুদ্ধে। অভিযোগের জবাব না দিলেও রাজ জানিয়েছেন, এ বন্ধন আর জোড়া লাগবে না।

বিজ্ঞাপন

এমন মানসিক অবস্থায় আর দশটা মানুষ হলে কী করতো? বেডরুমের দরজা বন্ধ করে চিৎকার করে কান্না করতো। নানা খাওয়া ভুলে দিন যাপন করতো। কিন্তু দিন শেষে পরীমণি তো একজন অভিনয়শিল্পী। গায়ে লেগে আছে জনপ্রিয় নায়িকার তকমা। এ তারকাখ্যাতির কিছু পিছুটান আছে। যুদ্ধের মাঠে সৈনিকদের যেমন যেকোনো পরিস্থিতিতে সদা প্রস্তুত থাকতে হয় ডাক আসলেই অস্ত্র হাতে নেমে যাওয়ার, তেমনি শিল্পী হিসেবে নিজের ছবির প্রচারণায় নিজেকে আড়ালে রাখতে পারেননি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ প্রচারণায় ছুটে গিয়েছেন শিশুদের মাঝে।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন একটি ভিডিও। সে ভিডিওতে তাকে দেখা যাচ্ছে, পরী তার ফোনের ক্যামেরা ধরে রেখেছেন। তার পিছনে শিশুরা উল্লাস করছে। আর তিনি হাসি মুখে তা উপভোগ করছেন। চেহারা কিংবা অভিব্যক্তি কোথাও এ কদিন তার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কোনো আভাস নেই।

আবু রায়হান জুয়েল পরিচালিত ছবিটি ২০ জানুয়ারি মুক্তি পাবে। তিনি বলতে পারতেন, এ ছবিতে তো আরও অনেক শিল্পী আছেন, তারা প্রচার করুক। আমার পক্ষে এখন সম্ভব নয়। কিন্তু তিনি তা করেননি। হয়তো অনেকেই বলবেন এ ছুটে যাওয়া পেশাদারিত্বের খাতিরে। কিন্তু এমন কঠিন পরিস্থিতিতে কজনবা পারবেন হাসি মুখে প্রচারণায় অংশ নিতে। যেখানে তখনও শুকায়নি ভালোবাসার মানুষের দেওয়া আঘাতের দগ দগে ক্ষত! আর এটা শুধু পেশাদারিত্ব নয়, কাজটার প্রতি মায়া ও ভালোবাসার টানে করা। যা হয়তো সকলের মধ্যে থাকে না।

সারাবাংলা/এজেডএস

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন পরীমণি প্রচারণায় শিশুদের মাঝে

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর