Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে এটিএম শামসুজ্জামানের শেষ ধারাবাহিক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ জানুয়ারি ২০২৩ ১৬:৩৩

অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা যান ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি। মৃত্যুর প্রায় দুই বছর পর প্রচার শুরু হচ্ছে তার অভিনীত শেষ ধারাবাহিক। ‘এবার জমবে খেলা’ নাটকটি পরিচালনা করেছেন শামীম আল জাবের।

২৬ পর্বের প্রতিদিনের ধারাবাহিকটি রচনা করেছেন সঞ্জয় রাজ। নাটকটির শুটিং হয়েছিলো গাজীপুরের পুবাইলের ভাদুন গ্রামে। নাটকে চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান। নাটকটিতে গ্রাম্য নানাবিধ জটিলতার প্রসঙ্গ তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

নাটকের আরেক অভিনয় শিল্পী আরিফ আল মামুনও প্রয়াত হয়েছেন। তারা দেখে যেতে পারেননি টিভির পর্দায়। নাটকটি প্রচার হবে আজ (১ জানুয়ারি) থেকে।

ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—প্রয়াত এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, আহসানুল হক মিনু, শাহেদ শরিফ খান, আহসান হাবীব নাসিম, রুনা খান, মুক্তি, অহনা, সাঈদ বাবু, শেলী আহসান, সায়েকা জামান, শিরিন আলম, সফিক খান দিলু, আশরাফ কবির,প্রয়াত আরিফ আল মামুন, সালাহ উদ্দিন মাহমুদ প্রমুখ।

ধারাবাহিক সম্পর্কে পরিচালক শামীম আল জাবের বলেন, ‌‘নানাবিধ জটিলতা কাটিয়ে নাটকটি প্রচার হতে যাচ্ছে। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মাসুদ আলম। সপ্তাহে ৫ দিন রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চ্যানেল নাইনে প্রচার হবে ‘এবার জমবে খেলা’। নাটকটির সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।’

সারাবাংলা/এজেডএস

এটিএম শামসুজ্জামান এবার জমবে খেলা