Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সপ্তাহ পিছিয়ে ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাবে ১৩ জানুয়ারি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ জানুয়ারি ২০২৩ ১৫:২৪

মুক্তি পেছাল ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার। ‘মিশন এক্সট্রিম’র সিক্যুয়েলটি ৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও, এক সপ্তাহ পিছিয়ে এটি মুক্তি পাবে ১৩ জানুয়ারি।

রোববার (১ জানুয়ারি) রাতে রাজধানীর বানানী ক্লাবে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াত। অত্যন্ত মনোমুগ্ধকর অনুষ্ঠানটিতে বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী ও ‘ব্ল্যাক ওয়ার’র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

অনুষ্ঠানে আরিফিন শুভ বলেন, “চলচ্চিত্রপাড়া এখন বেশ মুখর। অনেক ভালো সিনেমা নির্মিত হচ্ছে। মানুষের মধ্যে সিনেমা দেখার ঝোঁক বেড়েছে। আশা করি ‘ব্ল্যাক ওয়ার’ এই প্রত্যাশিত অবস্থাকে বেগবান করবে।”

সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, “একাধারে দুই পর্ব নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং ছিল। তবে সংশ্লিষ্টদের আন্তরিকতায় দ্রুততার সঙ্গে আমরা সব ধাপ পার করতে পেরেছি। তাই স্বল্প সময়ের ব্যবধানে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। না হলে আরো পিছিয়ে যেত। তাই প্রিয় দর্শকবৃন্দের কাছে অনুরাধ অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত এই কালবিলম্বের বিষয়টি তারা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন এবং আমাদের পাশে থাকেন। একই সঙ্গে ট্রেলারটি উপভোগ করেন।”

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

বিজ্ঞাপন

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ ঐশী ব্ল্যাক ওয়ার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর