Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি হতে চান মাহি

আহমেদ জামান শিমুল
২৮ ডিসেম্বর ২০২২ ১৬:০২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৮:০১

জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। আনুষ্ঠানিক রাজনীতিতে যোগ দেওয়ার পর এলাকায় শুরু করেছিলেন ‘মা সম্মেলন’। আগে ছোট পরিসরে সামাজিক কর্মকান্ডে অংশ নিলেও এ ধরনের কার্যক্রমে ধারণা করা হয়েছিলো তিনি সংসদ সদস্য (এমপি) হিসাবে নির্বাচন করতে চান। তখন এ নিয়ে হ্যাঁ বা না বললেও এবার জানালেন তিনি ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে চান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনবেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী এ নায়িকা, ‘আমি একমাত্র মেয়ে প্রার্থী। আর প্রধানমন্ত্রী যেহেতু নারী নেতৃত্বকে প্রাধান্য দেন, সেদিক থেকে আমি আশাবাদী। এটি আমার নিজের এলাকা, সেখানকার মানুষ আমাকে পছন্দ করে। তারা আমাকে নৌকা মার্কায় ভোট দিবে বলে আমার বিশ্বাস।’

‘এখন আমি স্বল্প পরিসরে এলাকার মানুষের জন্য কাজ করি। এমপি হলে তো তখন বড় পরিসরে কাজ করতে পারবো,’— কেনো সংসদ সদস্য নির্বাচন করতে চান তা নিয়ে মাহি।

‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এলাকাগুলো নিয়ে গঠিত। মাহি জানালেন, সে এলাকায় ভালো কোনো হাসপাতাল নেই। যার কারণে ওই এলাকার কোনো মানুষ অসুস্থ হলে তাদেরকে দৌড় দিতে হয় রাজশাহীতে, না হলে ঢাকায়। তা না হলে ভারতে। তিনি নির্বাচিত হলে প্রথমে এ বিষয়টি নিয়ে কাজ করবেন বলে জানালেন।

‘এতদিন সঠিক সমন্বয়ের অভাবে এলাকার কোনো উন্নয়ন হয়নি— রাস্তা-ঘাট থেকে শুরু করে মানুষের বিভিন্ন অধিকার নিয়ে কাজ করবো। আমাদের এলাকায় মাদকের প্রকোপ আছে। তা নিয় কাজ করবো। নারীরা অনেক পিছিয়ে আছেন, তাদের নিয়ে কাজ করবো। এটা তো কৃষিপ্রধান এলাকা। আমরা ফেসবুকে দেখি অনেক ডিজিটাল কৃষি যন্ত্র আবিষ্কার হয়েছে, যেটাতে অনেক কম সময়ে চাষাবাদ করা যায়, কম সময়ে ধান কাটা যায়। এই যে এই জিনিসগুলো এখানে উন্নত করার চেষ্টা করবো’,— বলেন মাহি।

একাদশ সংসদের মেয়াদ রয়েছে আর বছর খানেক। অর্থাৎ মাহি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্ব পালন করবেন। এ স্বল্প সময়ের জন্য আলাদা কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, ‘এটা আমি ছক আউট করতেছি। আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থার কথা যদি ধরি, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই। এতে মানুষের অনেক কষ্ট হয়। তাদের বিভিন্নভাবে ভেঙ্গে ভেঙ্গে যেতে হয়। অথবা রাজশাহী থেকে যেতে হয়। আমি নারী তো, চেষ্টা করবো প্রধানমন্ত্রীকে বিরক্ত করে হলেও কাজ আদায় করার। তবে স্বল্প সময় জিনিসটা আমি মাথায় রাখবো না। কারণ যেমন ধরেন প্রধানমন্ত্রী মেট্রোরেল বা বিভিন্ন প্রজেক্টগুলো করলেন, সেগুলো করার সময় তিনি যদি চিন্তা করতেন আমি পাঁচ বছর পরে কী করবো? তাহলে তো এ উন্নয়নগুলো হতো না। আমি ভবিষ্যৎ পরিকল্পনা করে কাজ করবো। যাতে করে আমার পরবর্তীতে অন্য কেউ আসলেও যেনো মানুষ সে উপকারগুলো পায়।’

বিজ্ঞাপন

মনোনয়ন না পেলেও তিনি এলাকার মানুষের জন্য কাজ করা অব্যহত রাখবেন। এমনকি তার বদলে যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে প্রচারণা চালাবেন বলেও জানালেন মাহি।

সংসদ সদস্য নির্বাচন করার জন্য কোনো দলের মনোনয়ন পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে সে এলাকার দলীয় নেতা-কর্মীদের সমর্থন পাওয়া। সেটিও মাহি পেয়েছেন বলে জানালেন, ‘নেতাকর্মীদের সঙ্গে আমি নিজে যোগাযোগ করছি। তারাও করছে। আমি যদি নৌকা পাই তাহলে তারা আমার পক্ষে কাজ করবেন বলে আমার বিশ্বাস।’

সারাবাংলা/এজেডএস

উপনির্বাচন চাঁপাইনবাবগঞ্জ ২ মাহিয়া মাহি সংসদ সদস্য নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর