এলো জাফর ইকবালের লেখা গান
২৭ ডিসেম্বর ২০২২ ১৪:৪৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৪:৪৮
ঔপনাসিক ড. মুহাম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। আবু রায়হান জুয়েল পরিচালিত ছবিটির একটি গান লিখেছিলেন ড. মুহাম্মদ জাফর ইকবাল। তার লেখা সে গানটি এবার উন্মুক্ত হয়েছে।
জাফর ইকবালের কথায় ‘আয় আয় সব তাড়াতাড়ি’ গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়ীতা দত্ত। আর গানের সঙ্গে নেচে-গেয়ে মাত করেছে একঝাঁক শিশু এবং সিয়াম-পরী জুটি।
গানটি প্রসঙ্গে পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘স্যারকে আমি একটি গান লিখে দেওয়ার জন্য অনুরোধ করি। আমার কথা শুনে হেসে বলেন, আমি কখনও গান লিখিনি। তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। অবশেষে স্যারের লেখা সেই গানটি প্রকাশ হলো। ভালো সাড়া পাচ্ছি।’
‘২০১৮-২০১৯ অর্থবছরে ‘নসু ডাকাত কুপোকাত’ নামে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় এই সিনেমার পাণ্ডুলিপি। তবে পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। ছবিটি আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।
সারাবাংলা/এজেডএস
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন আয় আয় সব তাড়াতাড়ি ড. মুহাম্মদ জাফর ইকবাল