Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ সিনেমা হলে মেঘলা মুক্তার ‘পায়ের ছাপ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ১৬:০৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ মুক্তি পেয়েছে শুক্রবার (২৩ ডিসেম্বর)। ছবিটি চলছে সারাদেশের ১১টি সিনেমা হলে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির মাধ্যমে নায়িকা চরিত্রে অভিষেক হচ্ছে মেঘলা মুক্তার। এর আগে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে নায়িকা হয়েছেন মেঘলা। মেঘলা মুক্তা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া।

বিজ্ঞাপন

‘পায়ের ছাপ’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। এই সিনেমার দুটি গানে কণ্ঠ দেন ঝিলিক ও আতিয়া আনিশা।

যে ১১ হলে চলছে ‘পায়ের ছাপ’: স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস- যমুনা ফিউচার পার্ক (ঢাকা), শ্যামলী সিনেমা- (ঢাকা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), চন্দ্রিমা (শ্রীপুর, গাজীপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), শঙ্খ সিনেমা (খুলনা) এবং চিত্রালী সিনেমা (খুলনা)।

সারাবাংলা/এজেডএস

পায়ের ছাপ মেঘলা মুক্তা সাইফুল ইসলাম মান্নু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর