Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জটিল ধাঁধার গল্প ‘হৃদ মাঝারে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ ডিসেম্বর ২০২২ ২০:২৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ২০:৩৪

হার্ট সার্জন ইমরানের সুনাম ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। ইমরানের লক্ষ্য এই সুনাম ছাড়িয়ে যাবে দেশের সীমানাও। একদিকে বাল্যবন্ধু নীলা, অন্যদিকে সদ্য ডাক্তারী পাশ করে আসা ফারিয়ার মধ্যে দাঁড়িয়ে ইমরান যখন বলতে যাবে হৃদয়ের কথা তখনই খবর ছড়িয়ে পড়ল ইমরান আসলে ডাক্তারের বেশে এক খুনী। সে খুন করেছে অল্পবয়সী এক কিশোরীকে। মুহূর্তেই ইমরানের খ্যাতি মিলিয়ে গেল বাতাসে; যে সাধারণ মানুষের হাত ইমরানের মাথায় উঠত দোয়ার জন্য, সে হাতগুলোই এল ইমরানের গলা টিপে ধরতে। তাদের কণ্ঠেই শোনা গেল খুনী ইমরানের ফাঁসি চাই!

বিজ্ঞাপন

ইমরান কি সত্যিই খুনী, নাকি তাকে কেউ মেতে উঠেছে অসম্ভব কোনো ষড়যন্ত্রে? যে প্রেমে ইমরান অন্ধ হতে বসেছিল সেটি কি সত্যিই প্রেম ছিল নাকি ছিল শুধুই ওপরে ওঠার চিরন্তন পদ্ধতি?

মনের বারান্দা থেকে হৃদয়ের হাসপাতাল, মাতাল প্রেম থেকে তুখোড় প্রতিশোধ আর প্রায়শ্চিত্তের জটিল ধাঁধার গল্প ‘হৃদ মাঝারে’। দীপ্ত প্লে’র প্রথম অরিজিনাল এই সিরিজের শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। রচনা করেছেন নাসিমুল হাসান ও সারোয়ার সৈকত। আবু হায়াত মাহমুদ এর পরিচালনায় সিরিজটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, অর্ষা, আয়েশা আরো অনেকে। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় খুব দ্রুতই সিরিজটি দেখা যাবে দীপ্ত প্লে’তে।

সারাবাংলা/এজেডএস

হৃদ মাঝারে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর