Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গান নাটকে শুরু মে’র সকাল


১ মে ২০১৮ ১৬:১৫ | আপডেট: ১ মে ২০১৮ ১৭:৪৪

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

আগের তিন দশকের বেশি সময় ধরে যেমন হয়েছে, এবারও তাই হলো। মে দিবসের সকালটা গানে গানে শুরু হলো কেন্দ্রীয় শহীদ মিনারে। অনুষ্ঠানের আয়োজক দেশের নামকরা নাট্যগোষ্ঠি আরণ্যক। আর দর্শক-শ্রোতারা হলেন শ্রমজীবীরা।

মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার (১ মে) বেলা ১১টায় শুরু হয় এই আয়োজন। প্রথমেই গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর শুরু হয় আলোচনা। শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, নাট্য নির্দেশক মান্নান হীরা এবং সাংবাদিক, কলাম লেখক কামাল লোহানী। আলোচনায় সবাই শ্রমিকদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

আয়োজনে আরও ছিল কবিতা আবৃত্তি ও পথ নাটক। নিজের লেখা কবিতা ছাড়াও জনপ্রিয় কবিতা আবৃত্তি করেন শিল্পীরা।

সবশেষে শুরু হয় পথ নাটক। সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠিত হলে কি ধরনের অসুবিধা হতে পারে, তাই তুলে ধরা হয় রূপক অর্থে, হাস্যরসাত্বক ভাবে।

এছাড়াও মে দিবস উপলক্ষে বুধবার (২ মে) সন্ধ্যায় শিল্পকলায় মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের জনপ্রিয় নাটক ‘রাঢ়াঙ’।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর