Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়দিনের নাটক ‘মেরিয়ান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ ডিসেম্বর ২০২২ ১৪:০৪

বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মেরিয়ান’। মেসবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, অর্ষা, ফারুক আহমেদ, মিলি বাশার প্রমুখ।

গল্পে দেখা যাবে, জন আমেরিকায় থাকে। প্রিয় চাচার মৃত্যুর খবর শোনার পর দ্রুত দেশে ফিরে আসে। চাচাকে খুব মিস করে সে। নিয়মিত কবরস্থানে গিয়ে মোমবাতি দেয়। প্রতিদিনই সেখানে একটি মেয়েকে দেখতে পায়। যে কবরগুলোতে মোমবাতি জ্বলে না মেয়েটি সেগুলোতে মোমবাতি জ্বালিয়ে দেয় এবং প্রার্থনা করে। বিষয়টা দেখে জনের খুব ভালো লাগে। মেয়েটির প্রতি কৌতুহলী হয়ে ওঠে সে। একদিন নিজে থেকে এগিয়ে গিয়ে মেয়েটির সাথে কথা বলে।

বিজ্ঞাপন

মেয়েটির নাম মেরিয়ান। গীর্জাতে সিস্টারদের হোমে থাকে। বাবা মা নেই। ছোটবেলায় ফাদার জোসেফ তাকে কুড়িয়ে এনেছেন এখানে। দিনে দিনে মেরিয়ানের প্রতি দুর্বল হয়ে পড়ে জন। মেরিয়ান খুব স্বল্পভাষী এবং নরম স্বভাবের। নিজের ছোট্ট জগতের মধ্যেই থাকতে পছন্দ করে সে। নিয়মিত প্রার্থনা করে আর স্বপ্ন দেখে একদিন তার সুন্দর একটা পরিবার হবে। এদিকে, জন যত মেরিয়ানের কাছে যেতে চায় সে তত নিজেকে লুকিয়ে ফেলতে চায়। শেষ পর্যন্ত কি জন মেরিয়ানকে কাছে পাবে? ভালোবাসার কথা বলতে পারবে?

সারাবাংলা/এজেডএস

বড়দিন মেরিয়ান

বিজ্ঞাপন

বিপিএলের টিকিট মিলবে যেভাবে
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর