Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখকে পুড়িয়ে মারার হুমকি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২ ১৫:৫২

‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম’ মুক্তির পর থেকে এ নিয়ে আলোচনা সমালোচনা। গানটিতে বেশ খোলামেলাভাবে এসেছেন দীপিকা ও শাহরুখ খান। প্রথম বিতর্ক শুরু হয় দীপিকার পরনে থাকার রঙ নিয়ে। ভারতের ডানপন্থী দলগুলো দীপিকার গেরুয়া রঙের পোশাকের কারণে ‘ধর্ম অবমাননা’র অভিযোগ আনে। একই সঙ্গে ছবি বয়কটের আহ্বান জানায়। এর সবশেষ সংযুক্তি হচ্ছে শাহরুখ খানকে পুড়িয়ে মারার হুমকি।

অযোধ্যার এক সাধু পরমহংস আচার্য বলছেন, আমি শাহরুখকে খুঁজছি। তাকে সামনে পেলেই পুড়িয়ে মারবো। অযোধ্যায় কোনোভাবে যদি পাঠান মুক্তি দিতে দিবো না। তার মতেও গেরুয়া রং হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে।

বিজ্ঞাপন

অযোধ্যার ওই সাধু পরমহংস আচার্য জানান, ছবিতে গেরুয়া রঙের অপমান করা হয়েছে। ক্রমাগত সনাতম ধর্মের অপমান করা হচ্ছে। শুধু তা-ই নয়, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা যেন একটা ধারাতে রূপান্তরিত হয়েছে। পরমহংস আচার্য আক্রোশের সঙ্গে বলেন, ‘‘আজকে শুধু ওঁর পোস্টার পুড়িয়েছি। আমি খুঁজছি ওঁকে, যে দিন সামনাসামনি দেখা পাব, পুড়িয়ে দেব জিহাদি শাহরুখ খানকে।’’

এখানেই থেমে থাকেননি এই সাধু। তিনি বলেন, ‘‘এই ছবি মুক্তি পেলে সিনেমাহল পর্যন্ত জ্বালিয়ে দেব।’’

সারাবাংলা/এজেডএস

পাঠান শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর