Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে বিশেষ নাটক ‘যেখানে সীমান্ত তোমার’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২ ১৭:২০

মুনিরের বিয়ে ঠিক হয়েছে। বাবা চান যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে। সময়টা ভালো নয়। দেশে যুদ্ধ শুরু হয়েছে। তরুণ-যুবকরা সব মুক্তিবাহিনীতে যোগ দিচ্ছে। মুনিরের বাবার একটাই ছেলে। যে কোন উপায়ে তাকে আটকে রাখতে চান তিনি। পাশের গ্রামের এক গৃহস্থের মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক করে এসেছেন। মেয়ে কলেজে পড়ে। দু’দিন পর বিয়ে। মুনির মেয়ের ছবি দেখেছে। ভারী মিষ্টি মেয়ে। মনে মনে খুশিই হয় সে। কিন্তু এই সময়ে বিয়েটা মেনে নিতে পারছে না। দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করছে মানুষ, আর সে একটা শিক্ষিত ছেলে হয়ে এ সময়ে বিয়ে করে বউয়ের আঁচল ধরে ঘরে বসে থাকবে-এটা ভাবতে খারাপ লাগছে তার। বাবা বদরাগী মানুষ তাই তাকে না বলার সাহসও নেই। জলিল, সুরুজরা আগের রাতেই বর্ডার পেরিয়ে ভারতে গেছে ট্রেনিংয়ের জন্য। পরিস্থিতি বুঝে তারা মুনিরকে কিছু বলেনি। ঠিক বিয়ের আগের রাতে মুনির মনস্থির করে সে যুদ্ধে যাবে। বাবা-মা যেন না জানে তাই রাতের আঁধারে পালিয়ে যাবে। সালেহার জন্য খারাপ লাগছে। যাওয়ার সময় বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখে যায়। নদীর ঘাটে নরেন মাঝি আছে। নৌকা ছেড়ে দেয়ার আগ মুহুর্তে দৌড়ে গিয়ে গিয়ে ওঠে। নৌকায় আরেকজন বসে আছে। আপাদমস্তক ঢাকা। মাঝি মুনিরের নাম নিতেই মানুষটি মুখের কাপড় সরিয়ে পেছনে তাকায়। মুনির সেই মুখ দেখে চমকে ওঠে। সালেহা!

বিজ্ঞাপন

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘যেখানে সীমান্ত তোমার’। সারওয়ার রেজা জিমির রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আরশ খান, ফারিয়া শাহরীনসহ আরও অনেকে। ১৬ ডিসেম্বর রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

সারাবাংলা/এএসজি

বিজয় দিবসে বিশেষ নাটক ‘যেখানে সীমান্ত তোমার’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর