Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ থেকে টিভির পর্দায় ‘সেরা রাঁধুনী ১৪২৯’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২ ১৪:০৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৬:৪০

শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনের রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী ১৪২৯’-এর সম্প্রচার। আজ (১৬ ডিসেম্বর) থেকে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। সারাদেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড রাঁধুনী।

অডিশন রাউন্ডে উপস্থাপনা করেছেন তমা রশিদ

অডিশন রাউন্ডে উপস্থাপনা করেছেন তমা রশিদ

‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’-এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে এবারের আসর। সেরা রাঁধুনী বাছাইয়ের জন্য পুরো বাংলাদেশকে ৮টি আলাদা অঞ্চলে ভাগ করে অনুষ্ঠিত হয়েছে অডিশন রাউন্ড। এখান থেকে স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচিত প্রতিযোগীদের বেছে নেয়া হবে। স্টুডিও রাউন্ডে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত হবেন ‘সেরা রাঁধুনী ১৪২৯’। পুরস্কার হিসেবে তিনি জিতে নেবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা।

বিজ্ঞাপন
বিচারক হিসেবে ছিলেন শুভব্রত মৈত্র, নাঈম আশরাফ ও রাহিমা সুলতানা রীতা

বিচারক হিসেবে ছিলেন শুভব্রত মৈত্র, নাঈম আশরাফ ও রাহিমা সুলতানা রীতা

অডিশন রাউন্ডে উপস্থাপনা করেছেন তমা রশিদ। বিচারক হিসেবে ছিলেন শুভব্রত মৈত্র, নাঈম আশরাফ ও রাহিমা সুলতানা রীতা। স্টুডিও রাউন্ডে বিচারক হিসেবে যুক্ত হবেন চিত্রনায়িকা পূর্ণিমা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার ও মনিরুজ্জামান খান।

সারাবাংলা/এএসজি

আজ থেকে টিভির পর্দায় ‘সেরা রাঁধুনী ১৪২৯’ মাছরাঙা টেলিভিশন সেরা রাঁধুনী ১৪২৯

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর