Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে ‘অপরাজিতা’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২ ১০:০৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৩:৪৪

ফকির হাটের এসডিওর বাসায় কাজ করে পারুলের মা। পারুলও মায়ের সাথে এই বাসাতেই থাকে। একই গ্রামে তার প্রিয় মানুষ জামালও থাকে। গ্রামে মুক্তিযোদ্ধারা জামালের নেতৃত্বে ঘাাঁটি বসিয়েছে। জামালের বুকের ভিতর জ্বলে উঠা আগুন আর দেশের প্রতি ভালোবাসা দেখে পারুলও যুদ্ধ করতে আগ্রহী হয়।

এরই মধ্যে এসডিওর বাসাকে ক্যাম্প বানায় পাকিস্তানী আর্মিরা। এই খবর জেনে জামাল পারুলকে সোর্স হিসেবে কাজ করার শর্তে তাদের দলে নিতে রাজি হয়। পারুলের মা জামালের সাথে পারুলকে মিশতে বারণ করে। এক পর্যায়ে পারুলকে ঘরবন্দী করে ফেলে। কিন্তু পারুলের মায়ের উপর চোখ পড়ে পাকিস্তানী হানাদার বাহিনীর মেজরের এবং ধর্ষিত হয়। এবার পারুলের মা পারুলকে জামালের কাছে যেতে বলে, যুদ্ধ করার অনুমতি দেয়।

এমনই এক গল্পে নির্মিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ টেলিফিল্ম ‘অপরাজিতা’। তুষার আব্দুল্লাহর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, এ কে আজাদ সেতু, আশরাফুল আশীষ, রাশেদা রাখী প্রমূখ। প্রচারিত হবে আজ (১৬ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভিতে।

সারাবাংলা/এএসজি

বিজয় দিবসে ‘অপরাজিতা’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর