অনম বিশ্বাসের সিনেমায় শুভ
৯ ডিসেম্বর ২০২২ ১৫:৫৩ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২২ ১৬:০৩
আরিফিন শুভ অনম বিশ্বাসের পরিচালনায় ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া ছবিটিতে শুভ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) চুক্তিবদ্ধ হয়েছেন। পরিচালক অনম বিশ্বাস সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।
‘দেবী’খ্যাত পরিচালক অনম বিশ্বাসের এটি দ্বিতীয় সিনেমা। এর প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধ। প্রায় দেড় বছর এটির গবেষণা করেছেন অনম বিশ্বাস।
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘আমি অনম দাদার কাজের একজন ভক্ত। ওনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।’
নতুন বছর ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং। ডিসেম্বরের ১৬ তারিখ সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা রয়েছে। সেদিনই জানা যাবে সিনেমার বাকি পাত্র-পাত্রীর নাম।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে শুভ অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ৭৫তম কান উৎসবে এ সিনেমার টিজার উন্মোচন করা হয়েছিল। এ ছাড়া রায়হান রাফির পরিচালনায় ‘নূর’ সিনেমাটিও আছে মুক্তির অপেক্ষায়।
সারাবাংলা/এজেডএস