Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনন্দ খালেদের ‘কাঁটা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ ডিসেম্বর ২০২২ ১৬:০৫

শীতল গঙ্গোপাধ্যায় রচিত ‘দাঁতের বদলে’ গল্প অবলম্বনে নির্মিতি হলো সাহিত্যনির্ভর নিরীক্ষাধর্মী স্বল্পদৈর্ঘ্য ‘কাঁটা’।স্বল্পদৈর্ঘ্যটির মূল ভূমিকায় রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ আনন্দ খালেদ।

‘কাঁটা’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। চলচ্চিত্রটিপ্রসঙ্গে পরিচালক ইলান বলেন, ‘এখন সব ট্রেন্ডি আর ভিউর কাজ হচ্ছে। এই গল্পটি শোনার পরই মনে হয়েছে এটি দর্শকদের সামনে তুলে ধরা যায়। সেখান থেকেই কাজটি করা। কিছু কাজ থাকে যেগুলো করতে পারলে ভেতর থেকে আলাদা তৃপ্তি আসে। এই কাজটি তেমনই একটি কাজ।’

বিজ্ঞাপন

অভিনেতা আনন্দ খালেদ বলেন, ‘দারুন তৃপ্তি পেয়েছি কাজটি করে। আগের রাতেই আমরা সবাই নবাবগঞ্জ চলে যাই। সেখানে ভোর ছটার আগে শুট শুরু করি। যে কোনো ধরনের নিরীক্ষাধর্মী কাজ আমার ভীষণ ভালো লাগে।’

আনন্দ খালেদ ছাড়াও স্বল্পদৈর্ঘ্যটিতে আরো অভিনয় করেছেন রেজমিন সেতু, সাহেদ ওসমান রুমেল, জুথি আঁখি, মাসুম বাশার প্রমুখ। লুসা মির্জার প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যটি ঢুলি ড্রামা ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে।

সারাবাংলা/এজেডএস

আনন্দ খালেদ কাঁটা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর