Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলয়-হিমিকে নিয়ে কোটিপতি জিয়াউদ্দিন আলম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ১৫:২১

সময়ের ব্যস্ততম নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম। তার নির্মিত লেজার ভিশনের ব্যানারে ‘বেশরম’ নামের নাটকটি ১ কোটি (১০ মিলিয়ন) ভিউ পার করেছে। নাটকটিতে প্রধান চরিত্রে ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীর।

জিয়াউদ্দিন আলম বলেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, তিনি আমাকে এই সাফল্য দিয়েছেন এবং আমার দর্শকদের বিনোদন দেওয়ার সুযোগ দিয়েছেন। আমার সমস্ত দর্শক এবং নাটকটির নির্মাণসহ সার্বিক কাজে আমাকে যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিজ্ঞাপন

ফেরারী ফরহাদের রচনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, রকি খান, শাহবাজ সানী, বাসরী অনন্যা সহ আরো অনেকে।

উল্লেখ্য, সম্প্রতি জিয়াউদ্দিন আলমের নির্মিত প্রায় সবগুলো নাটকই ইউটিউব ট্রেন্ডিং-এ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য জামাই VS শাশুড়ি, ক্যাচাল জামাই, তাফালিং, ভেজা বিড়াল, ডেয়ারিং বউ, ক্রেজি লাভার, মফিজের সুন্দরী বউ, সেকেন্ড ম্যারেজ ইত্যাদি।

সারাবাংলা/এজেডএস

নিলয় আলমগীর বেশরম সুমাইয়া হিমি