Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রদ্ধা জানাতে কমলিকার গান


১৭ ডিসেম্বর ২০১৭ ১১:৩৮

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

কবি মাহবুবুল হক শাকিল গতবছরের ৬ ডিসেম্বর মারা যান। তাকে স্মরণ করে এবার গান গেয়েছেন সংগীতশিল্পী কমলিকা চক্রবর্তী। গানটি শাকিলের ‘ভুলে যাবার গান’ কবিতা থেকে নেয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।

১৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর মগবাজারের মুন স্টুডিওতে গানের রেকর্ডিং হয়েছে। গানের সঙ্গে মিউজিক ভিডিও নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। ভিডিওটি নির্মাণ করছেন বর্ণ চক্রবর্তী। আসছে ২০ ডিসেম্বর শাকিলের জন্মদিনে প্রকাশ করা হবে গানটি।

গান প্রসঙ্গে কমলিকা চক্রবর্তী বলেন, ‘গানটি বেশ যত্নের সঙ্গে গাওয়া হয়েছে। এটি শাকিল ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন। আশা করি শ্রোতারা ভালোভাবেই গানটি গ্রহণ করবে।’

এর আগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘একজন বঙ্গবন্ধু’ গানে কণ্ঠ দিয়েছেন কমলিকা। ভারতীয় বংশদ্ভুত এই শিল্পী প্রয়াত সাংবাদিক বেবী মওদুদের পুত্রবধূ।

সারাবাংলা/তুসা/পিএ

কমলিকা চক্রবর্তী মাহবুবুল হক শাকিল

বিজ্ঞাপন

ধরা পড়লো সাইফের ওপর হামলাকারী
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২১

আরো

সম্পর্কিত খবর