Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমা হলে অভিষেক হচ্ছে নিশোর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ নভেম্বর ২০২২ ২১:৫৪

ছোট পর্দার জনপ্রিয় মুখ আফরান সিনেমায় আসুক- তার ভক্তদের এ প্রত্যাশা বহুদিনের। তাদের সে প্রত্যাশা এবার পূরণ হতে যাচ্ছে। রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ দিয়ে তার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে। এটি প্রযোজনা করছে চরকি ও আলফা আই।নিশোর বিপরীতে থাকছেন হালের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।

‘সুড়ঙ্গ’ নামের এই সিনেমাটির চিত্রধারণ খুব দ্রুতই শুরু হবে। আশা করা যাচ্ছে, সিনেমাটি আগামী বছরে দুই ঈদের কোনো একটি ঈদে মুক্তি পাবে।
সিনেমার বিষয়টি নিয়ে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আফরান নিশো বলেন, ‘আমরা খুব ক্যাজুয়ালি কাজটার জন্য চুক্তিবদ্ধ হয়নি। আমরা বিভিন্ন সেক্টরের কিছু মানুষ এক হয়েছি একটা ভালো কাজ করার জন্য। এর আগেও আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, পরিচয় ছিল, কেউ কেউ এক সাথে কাজ করেছি আবার কেউ কোনো কাজ করিনি।

বিজ্ঞাপন

‘বড় পর্দার জন্য আমার প্রথম চুক্তিবদ্ধ হওয়া। আলফা আইয়ের শাকিলের জন্যও এটা প্রথম কোনো বড় পর্দার কাজ। চরকি এর আগেও প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দিয়েছে তবে যৌথভাবে কোনো সিনেমার জন্য এই প্রথম। প্রথম অঙ্কটা মেলাতে চাই এভাবে- আমি, প্রথম আলফা আই, চরকি, রাফী, তমা সবাই একত্রিত হয়েছি বিগ স্ক্রিনের জন্য।’

অভিনেতা নিশো আরও বলেন, ‘যখন স্ক্রিপ্ট, গল্প, শ্যুটিং সবকিছু যখন খুব ভালোভাবে হলে তখন একটা ভালো কাজ আমরা দিতে পারবো। আমাদের ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে কাজটা বৃথা যাবে না।’

চিত্রনায়িকা তমা মির্জা বলেন, ‘করোনার পরে আবার বড় পর্দার জন্য কাজ করতে যাওয়াটা আনন্দের। সেই সাথে আমার সব থেকে কাছের মানুষ ও বন্ধু রাফীর সাথে কাজ করতে যাওয়াটাও আমার প্রাপ্তি। আমি এক্সাইটেডও এটা নিয়ে। আর শুধু তো রাফী, আমি না; নিশো ভাইয়ের মত কোয়ার্টিস্ট এটা চিন্তাই করা যায় না। অনেকের ড্রিম থাকে নিশো ভাইয়ের সাথে কাজ করার। তো সে জায়গা থেকে নিশো ভাইয়ের সাথে বড় পর্দায় কাজ করার এবং তার ফার্স্ট মুভিতে তার সাথে স্ক্রিন শেয়ার করা, আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিংস।’

বিজ্ঞাপন

‘অল ওভার পুরো ব্যাপারটা এমন একটা প্যাকেজ হতে যাচ্ছে। দর্শকের অনেক ভালো লাগবে। দর্শক আবার হলে আসবে। এই মুভিটা আমাদের সবার জন্য একটা টার্নিং পয়েন্ট হবে ইনশাআল্লাহ।’

পরিচালক রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ আমার আরেকটা বড় ও স্বপ্নের কাজ হতে যাচ্ছে। এটার গল্প আমি বেশ আগে ভেবেছিলাম। চরকিকে প্রথম থেকেই আমি বলেছি যেসুড়ঙ্গ বড় পর্দার জন্যই আমি বানাতে চাই। ধীরে ধীরে যুক্ত হলেন শাহরিয়ার শাকিল। নিশো ভাইকে বছরখানেক আগে আমি গল্পটা শুনিয়েছিলাম। উনি শুনে পছন্দ করেন। সেই সাথে যুক্ত হলে তমা মির্জা। কাজটা নিয়ে এখন আমরা পরিকল্পনা করছি, খুব জলদি শ্যুটিং শুরু হবে।’

আলফা আই স্টুডিওজ লি: -এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘সুড়ঙ্গ আমার জন্য এটা একটা বড় ঘটনা। রায়হান রাফীর পরিচালনা, নিশোর প্রথম সিনেমা সেই সাথে তমা মির্জা দুর্দান্ত একটা প্যাকেজ হবে সিনেমাটি। দর্শকেরও উত্তেজনা তুঙ্গে থাকবে। কারণ অনেকগুলো ব্যাপার একসাথে ঘটতে যাচ্ছে। আমি তো এক্সাইটেড, এর পাশাপাশি রেসপন্সিবিলিটি বেশি মনে হচ্ছে। সব মিলিয়ে সিনেমাটা ঠিকঠাক তৈরি করা এবং দর্শকের কাছে পৌঁছে দেয়া একটা দায়িত্বের জায়গায় চলে গেছে।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি বাংলদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা বড় উদ্যেগ নিয়েছে। চরকি প্রতিবছর বড় সিনেমা প্রযোজনার সাথে যুক্ত থাকবে। সেই ধারাবাহিকতায় সুড়ঙ্গ এর সাথে চরকির যুক্ত হওয়া। বাংলাদেশের সিনেমা নির্মাতা অভিনেতা, অভিনেত্রী, শিল্পী, কলাকুশলীদের জন্য এটা অবশ্যই একটা ভালো বিষয় হবে। চরকির সুড়ঙ্গ-এর মতো সিনেমার উদ্যেগ নেয়া সিনেমা ইন্ডাস্ট্রিকে আর অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।’

সারাবাংলা/এজেডএস

আফরান নিশো রায়হান রাফি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর