Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপ্লব সাহা ও কোনালের কণ্ঠে ‘তোমার চোখে চোখ পরলেই’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ নভেম্বর ২০২২ ১৪:২২

দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা মাঝেমধ্যে গানও করেন। দেশের কয়েকজন প্রতিষ্ঠিত সংগীত শিল্পীর সঙ্গে তার গাওয়া গানগুলো প্রশংসিতও হয়েছে।

বিপ্লব সাহা মানেই নতুন কোনো চমক। সারা বছর জুড়ে নতুন নতুন সব সৃষ্টিশীল বিষয় নিয়ে উপস্থিত থাকেন দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা জানান “শুধুমাত্র ফ্যাশন ডিজাইনের মধ্যে আমার সৃষ্টিশীলতাকে সীমাবদ্ধ না রেখে ভিন্ন মাত্রায় প্রকাশের লক্ষেই আমার এই আয়োজন। তাই বছর শেষে থাকছে আমার সকল শুভাকাক্সক্ষীদের জন্য নতুন চমক।”

বিজ্ঞাপন

সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী কোনাল ও স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা কন্ঠ দিয়েছেন “তোমার চোখে চোখ পরলেই” গানটিতে। গানটির কথা লিখেছেন গুণী কথা শিল্পী মারুফ আহমেদ এবং সুর করেছেন জনপ্রিয় সুরকার উজ্জ্বল সিনহা। গানটির ভিডিও ধারন করা হয়েছে সিলেট ও মাওয়ার বিভিন্ন মনোমুগ্ধকর মনোরম পরিবেশে।

সারাবাংলা/এজেডএস

কোনাল তোমার চোখে চোখ পরলেই বিপ্লব সাহা