Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জায়েদ টাকা দিয়ে ভোট কিনেছে তা প্রমাণিত হয়েছে’

আহমেদ জামান শিমুল
২১ নভেম্বর ২০২২ ১৯:১৭

নিপুণ ও জায়েদ খান, ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত। এর ফলে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে আর বাধা নেই। আর এ রায়ের ফলে জায়েদ খান নির্বাচনে দুর্নীতি করেছেন, তা প্রমাণ হয়েছে বলে দাবি করলেন নিপুণ।

রোববার (২১ নভেম্বর) এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে শিল্পী সমিতিতে নিজের চেয়ার গিয়ে বসেন নিপুণ। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আদালত আজ (রোববার) টানা দুঘণ্টার বেশি শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে আমরা জায়েদ খানের দুর্নীতির নানা প্রমাণপত্র উপস্থিত করেছি। এ রায়ের মাধ্যমে জায়েদ টাকা দিয়ে ভোট কিনেছে তা প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন

তার কাছে জানতে চাওয়া হয়, জায়েদ এফডিসিতে আসতে চাইছে কিন্তু তাকে নাকি নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাই তিনি আসতে পারছেন না। এ নিয়ে নিপুণ বলেন, তাকে কেউ তো হুমকি দেননি। তিনি নিজে থেকেই আসছেন না। জায়েদ চাইলে যে কোনো সময় এফডিসিতে আসতে পারবেন।

গল্প ও চিত্রনাট্য পছন্দ হলে জায়েদ খানের বিপরীতে অভিনয় করতে আপত্তি নেই বলে জানালেন নিপুণ।

সারাবাংলা/এজেডএস

জায়েদ খান নিপুণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর