Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে মাহির মা সমাবেশ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ নভেম্বর ২০২২ ১৩:৫৩

সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হয়েছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। পেয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পদ। অনাগত সন্তানের কারণে ছবির শুটিং না করলেও মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছেন দলীয় দায়িত্বে। নানান কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে। এবার তিনি করলেন মা সমাবেশ।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের গোপালপুর, কাশিমপুর ও মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামে। সেখানে নারীদের নিয়ে ‘মা সমাবেশ’ করেছেন। নারীদের মধ্যে বিতরণ করেছেন মৌসুমি বীজ।

বিজ্ঞাপন

মাহি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বাড়ির আঙিনায় কৃষি উৎপাদনের লক্ষ্যে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামে ‘মা সমাবেশ’ করেছেন। সেখানে মৌসুমি বীজ বিতরণ করেন এবং সরকারের ব্যাপক উন্নয়ন ও সাফল্য স্থানীয় নারীদের মাঝে তুলে ধরেন।

মাহি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে জনগণকে আহ্বান করেছেন বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলার জন্য সবাইকে কৃষির ওপর জোর দিতে। মূলত তারই অংশ হিসেবে গোদাগাড়ী উপজেলার মায়েদের নিয়ে তিনটি সমাবেশ করেছি। খুব ভালো সাড়া পেয়েছি সবার কাছ থেকে।’

নায়িকা মাহি অভিনীত সর্বশেষ ‘যাও পাখি বলো তারে’ সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তার আরও কিছু সিনেমা।

সারাবাংলা/এজেডএস

মা সমাবেশ মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর