Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারো অভিনয়ে নিয়মিত হচ্ছেন শিমুল খান

আহমেদ জামান শিমুল
২০ নভেম্বর ২০২২ ১৫:৫৫ | আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৬:২৫

‘দেহরক্ষী’ দিয়ে ক্যারিয়ার শুরু করা শিমুল খান ‘দেশা: দ্য লিডার’, ‘মুসাফির’ ও ‘স্বপ্নের ঘর’-এ অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। মুক্তি পেয়েছিলো তার অভিনীত ৩৫টি ছবি। কিন্তু তিনি গেল কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে সরে ছিলেন। জানালেন তিন বছর হয়ে গেছে এ দূরে সরার। এ বছরগুলোতে তিনি তিনটি ওয়েব সিরিজ ছাড়া তেমন কোনো কাজই করেননি। তবে আশার কথা হচ্ছে ঢাকাই ছবির এ জনপ্রিয় অভিনেতা আবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন।

বিজ্ঞাপন

এ বিরতি প্রসঙ্গে শিমুল খান বলেন, আমার স্ত্রী সুস্মিতা গর্ভধারণ করার কিছুদিন পরই স্বামী হিসেবে তার পাশে ঠিকঠাক থাকার তাগিদে কাজ কমিয়ে দিই। এরপর আমাদের একমাত্র মেয়ে অথবা জন্মের পর থেকে বিরল রোগে আক্রান্ত ছিলো। এখন আমার স্ত্রীসহ পরিবারের সবার প্রচেষ্টায় আমাদের সন্তান পুরোপুরি সুস্থ। তাছাড়া আমার প্রিয় কর্মস্থল চলচ্চিত্র জগতের প্রতিও অনেক অভিমান ছিলো।

তিনি জানালেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নিয়মিত টিভি অনুষ্ঠান ‘অনির্বাণ’-এর বিশেষ পর্বের একটি স্বল্পদৈর্ঘ্যে ‘রতন সম্মাদার’ চরিত্রে অভিনয় করেছেন। কাজটি ২০ নভেম্বর (রবিবার) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

এ কাজটি ছাড়া তিনি বর্তমানে কে এম নাঈম এবং মাহি ইসলাম মিতুলের যৌথ পরিচালনায় একটি ওয়েব সিরিজে কাজ করছেন। এতে আরও আছেন মোশাররফ করিম। সিদ্দিক আহমেদ পরিচালিত ‘অগোচোরা’ নামের একটি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজেও অভিনয় করছেন। যেটির চিত্রনাট্য লিখেছেন ওয়েব সিরিজ ‘কারাগার’ এর লেখক জুটি সিদ্দিক আহমেদ এবং নেয়ামত উল্লাহ মাসুম।

শুটিং শেষ করেছেন মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় সরকারি অনুদানের ছবি ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ছবির। কাজ করবেন সাইফ চন্দনের ‘লোকাল’। জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি ‘ইব্রাহীম’।

সারাবাংলা/এজেডএস

অভিনয়ে নিয়মিত শিমুল খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর