Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরুজ্জামান রাব্বির নতুন গান ‘কালা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ নভেম্বর ২০২২ ১৩:৩৭

‘আমার চেহারাটাই ছিল কালা, মনতো কালা ছিল না- মুখ দেখে সে চায় না ফিরে আমারে মন দিল না..’ এমন কথায় ফোকধর্মী একটি নতুন গান নিয়ে হাজির হয়েছেন আমিতো ভালানাখ্যাত কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। লায়নিক মিউজিকের ব্যানারে সম্প্রতি প্রকাশিত গানটির কথা লিখেছেন রণক ইকরাম।

রাজ হৃদয়ের সংগীতায়োজনে গানটিতে সুরারোপ করেছেন কামরুজ্জামান রাব্বি। গানের ভিডিওতে অভিনয় করেছেন নওমী খান ও লিখন রহমান। ফিল্ম্যানিয়াকের পরিচালনায় সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রনি শিকদার জিতু।

বিজ্ঞাপন

এই গান প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বি বলেন, ‘গানটি শ্রোতাপ্রিয় ঢঙে তৈরি। সাধারনত যেসব গান শ্রোতারা শুনতে এবং গলা মিলিয়ে গাইতে পছন্দ করেন- ঠিক সেরকম একটি গান। ’ এর বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে কামরুজ্জামান রাব্বির একাধিক গান রয়েছে মুক্তির অপেক্ষায়।

সারাবাংলা/এজেডএস

কামরুজ্জামান রাব্বি কালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর