Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতে আসছে ‘মেঘের কপাট’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ নভেম্বর ২০২২ ১৩:২৭

সম্প্রতি শুটিং শেষ হলো ওয়ালিদ আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মেঘের কপাট’-এর। চলতি বছরের ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

চলচ্চিত্রটিতে নায়ক হিসেবে রয়েছেন রাকিব হোসেন ইভান। আর নায়িকা হিসেবে অভিনয় করেছেন সিন্ডি রোলিং ও তন্বী। এছাড়া এতে আরো অভিনয় করেছেন রাজু আহসান, সাইফ উজ জামান, রেজাউর রহমান রিজভী, আফরোজা মোমেন, রেহানা পারভীন হাসিসহ আরও অনেকে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন রূপঙ্কর বাগচী। আর চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচী ও আফরোজা মোমেন।

বিজ্ঞাপন

পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, প্রতিটা চরিত্র চেষ্টা করেছে তার সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনে শুটের সাথে সাথে গল্পের জন্য মানানসই আবহ দেবার চেষ্টা করেছি স্ক্রিনে। আশা করি দর্শক খুব তাড়াতাড়ি সিনেমাটি দেখতে পারবেন।=

‘মেঘের কপাট’ চলচ্চিত্রের গল্প লিখেছেন আফরোজা মোমেন। চলচ্চিত্রটির প্রযোজনাও করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, নিখাদ ভালোবাসার কাহিনি ‘মেঘের কপাট’। চলচ্চিল্ফটিতে আমি তারুণ্যের ভাবনার জায়গাটা তুলে ধরতে চেয়েছি। আমার বিশ্বাস এই চলচ্চিত্রটি দেখার পর দর্শক ভালোবাসার অনেকগুলো অর্থ খুঁজে পাবে। আগামী বছরের জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দিতে চাই এই চলচ্চিল্ফটিকে। একই সঙ্গে সারাদেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্রটি মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে। ভারতের দক্ষিণের কারিগরি
সহায়তা নিয়ে মানসম্মত চলচ্চিত্র উপহার দেবার আপ্রাণ চেষ্টা করছি।

সারাবাংলা/এজেডএস

তন্বী মেঘের কপাট রাকিব হোসেন ইভান সিন্ডি রোলিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর