Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবলীগের সুবর্ণজয়ন্তীতে থিম সং ‘জয় বাংলার জয়’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ নভেম্বর ২০২২ ২০:১৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ২২:০৭

ঢাকা: মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের গভীর সম্পর্ক। সেই দলের অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী। ১৯৭২ সালের ১১ নভেম্বর সংগঠনটির জন্ম। বঙ্গবন্ধুর নির্দেশনায় শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ নভেম্বর (শুক্রবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করলেন যুবলীগের ‘জয় বাংলার জয়’ অনুষ্ঠানটি।

বিজ্ঞাপন

‘জয় যুবলীগের জয়, জয় বাংলার জয়’- ইমরান পরশের কথায় থিম সংগীতটির সুর দিয়েছেন ফুয়াদ রাব্বি, কন্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী দিলশাদ নাহার কনা ও বিশাল ভট্টাচার্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি মুগ্ধ হয়ে উপভোগ করেন প্রধানমন্ত্রী।

সকাল ১১টা থেকে যুব মহাসমাবেশে দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনা মাতিয়ে রাখে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় লোকসংগীত ব্যান্ডদল ‘বাউলা’ এবং একক লোকসংগীত পরিবেশন করেন সূচনা শেলী এবং অভিনেতা ও সংগীতশিল্পী চঞ্চল চৌধুরী। প্রধানমন্ত্রীর উপস্থিতির পর মুল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রখ্যাত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার কণ্ঠে সৈয়দ শামসুল হকের লেখা ‘আমার পরিচয়’ কবিতার মধ্য দিয়ে।

এরপর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য ও সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পরিবেশিত হয় ‘যুবলীগ শান্তির সারথি’ শিরোনামে গীতিনৃত্য আলেখ্য। যুবলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজের গ্রন্থনা ও পরিকল্পনায় আলেখ্য পরিবেশন করেন সৃষ্টিশীল একাডেমির নৃত্যশিল্পীরা। এর পরপরই মঞ্চে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম ও পান্থ কানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘তুমি এসেছিলে মৃত্যুর ঝুঁকি নিয়ে’ শিরোনামে যুগলবন্দী গান পরিবেশন করেন তারা।

থিম সংগীত প্রসঙ্গে যুবলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ বলেন, ‘যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ-এর তত্ত্বাবধানে আমরা এই কাজটা খুব সুন্দরভাবেই করতে পেরেছি। এই সংগীতে আমাদের প্রিয় মাতৃভূমির লোক সংস্কৃতিকে দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমন একটি আয়োজন করতে পারাটা একজন কর্মী এবং একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবে এটা আমার কাছে অনেক বড় একটি প্রাপ্তি। লাখো কর্মী এবং সমর্থকদের আনন্দ দিতে পারাটাও সত্যি পরম পাওয়া।’

বিজ্ঞাপন

এছাড়াও যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী গণসংগীত উৎসব, কনসার্ট, চলচ্চিত্র উৎসব, আলোকচিত্র প্রদর্শনীসহ প্রতিটি বিভাগীয় শহর এবং জেলা শহরে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে।

সারাবাংলা/এসবিডিই/এএসজি

যুবলীগের সুবর্নজয়ন্তীতে থিম সং ‘জয় বাংলার জয়’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর