Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ ডিসেম্বর আসছে ‘হডসনের বন্দুক’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ নভেম্বর ২০২২ ১৭:৩৪

মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের সিনেমা ‘হডসনের বন্দুক’। প্রশান্ত অধিকারী পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পাবে ২ ডিসেম্বর। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও লুৎফর রহমান জর্জ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত অধিকারী ও রিয়েল আকঞ্জি, চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান ও সাহিল রনি।

প্রশান্ত অধিকারী বলেন, ‘হডসনের বন্দুক’ আমার দীর্ঘ দিনের পরিশ্রমের ফসল। চেষ্টা করেছি মানসম্মত একটি সিনেমা নির্মাণের। ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করতে পেরে আমার খুব ভালো লাগছে। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আপনাদের ভালো লাগবে।’

বিজ্ঞাপন

পরিচালক জানান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গোয়েন্দা আবহের গল্পে নির্মিত সিনেমাতে তিনটি গান ব্যবহৃত হয়েছে। যা পর্যায় ক্রমে রিলিজ হবে। ঢাকা, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শ্রীমঙ্গল, জাফলং ও দেশের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হয়েছে।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, লুৎফর রহমান জর্জ, মৌসুমি হামিদ, মাজিদ শিখালিভ (রাশিয়া), এস. এম, মহসিন, কাজী উজ্জল, অর্নব অন্তুসহ আরো অনেকে।

সারাবাংলা/এজেডএস

প্রশান্ত অধিকারী হডসনের বন্দুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর